নিজস্ব প্রতিনিধি:-
অভিনব কায়দায় বন্ধু বান্ধব গ্রামের মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা সংগ্রহ করে লাপাত্তা প্রতারক সালমা বেগম।
এমনই প্রতারণার শিকার হয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মোঃ দেলোয়ার হোসেন তার কাছ থেকে মোটা অংকের তিন লক্ষ টাকা ধার হিসেবে নিয়ে থাকে।
একপর্যায়ে রাতের আঁধারে পরিবারের সকলকে নিয়ে লাপাত্তা অভিযুক্ত সালমা বেগম। বিষয়টি জানতে পেরে সালমা বেগমের ঘরবাড়ি ঘেরাও করেন বিক্ষুব্ধ পাওনাদারা।
পরে তাকে খুঁজে না পেয়ে যে যার মত চেষ্টা চালিয়ে যাচ্ছে পাওনা টাকা আদায়ের জন্য কয়েকজন ভুক্তভোগী।
খোঁজ নিয়ে জানা গেছে এই প্রতারণার হাত থেকে বাদ যায়নি সালমা বেগম এর বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনও।
ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, ‘আমি আমার নিজস্ব আত্মীয়-স্বজন এর কাছ থেকে এনে এবং ব্যক্তিগতভাবে আমার শেষ সম্বল তিন লক্ষ টাকা সালমা বেগম এর হাতে তুলে দেই। লাভসহ আমার চার লাখ টাকা হয়। এখন টাকা পরিশোধের সময় এসেছে অথচ ঘরবাড়ি ছেড়ে সালমা বেগম পালিয়ে গেছে। কোন ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন (01817108203) তাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে।
সালমা বেগম এর বিচার দাবি করছি, সেই সাথে আমাদের সবার পাওনা টাকাও ফেরত চাচ্ছি।