ক্রাইম রিপোর্টার: এ আর সাইফুল ইসলাম
নিশাত জাহান, পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও থানার স্থায়ী বাসিন্দা, দীর্ঘদিন ধরে ফ্ল্যাট দখলের উদ্দেশ্যে নির্যাতন ও হুমকির শিকার হয়ে আসছেন। তার পরিবারকে জীবনযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। নিশাত জাহান ও তার পরিবার মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের কাছে ন্যায্য বিচার ও সুষ্ঠ তদন্তের আবেদন জানিয়েছেন।
অভিযোগের বিবরণ
নিশাত জাহানের স্বামী বিপ্লব হোসেন অভিযোগ করেছেন যে, অভিযুক্ত সামিউন বাছির, হুমায়ুন সবির, মজিবুর ঢালী, কাজল, আসলাম এবং বিএনপির কিছু দুর্নীতিগ্রস্ত নেতা তাদের ফ্ল্যাট দখলের জন্য বিভিন্নভাবে নির্যাতন ও হুমকি প্রদান করে আসছে।
নির্যাতনের রূপ
১. ১৬-১৭ বার হত্যাচেষ্টা। ২. গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে জীবনযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি। ৩. অশালীন গালাগালি, হুমকি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি। ৪. দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ। ৫. স্থানীয় আওয়ামী দলের নেতাকর্মীদের মাধ্যমে নির্যাতন। ৬. প্রশাসন ও পুলিশের নিষ্ক্রিয়তা। ৭. রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে অত্যাচার।
আবেদন
নিশাত জাহান ও তার পরিবার বিনয়ের সাথে জানান, “আমরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায্য বিচার কামনা করি। মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাগণ আমাদের এই দুর্ভোগে সহায়তা করুন। আমাদের পরিবারের জীবন নিরাপদ করতে বিশেষ আবেদন রইল।”
মন্তব্য
২০১৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নিশাত জাহান ও তার পরিবার এই অত্যাচারের শিকার হয়ে আসছেন। স্থানীয় প্রশাসন ও পুলিশের নিষ্ক্রিয়তায় পরিবারটি চরম বিপদে রয়েছে।