1. mosarofjss1@gmail.com : দৈনিক জনতার খবর ২৪ : দৈনিক জনতার খবর ২৪
  2. info@www.dainikjanotarkhabor24.online : দৈনিক জনতার খবর ২৪ :
সোমবার, ১২ মে ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধ হাওয়ায় নীলফামারী জেলা গনঅধিকার পরিষদের আনন্দ মিছিল ঐতিহাসিক ১১ মে ‘কোরআন দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রগণজমায়েত ১৯মে রোজ সোমবার জলঢাকায় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের গণসংর্বধনা অনুষ্ঠান উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত জোরপূর্বক খাদ্য গুদামে প্রবেশ করে পরিদর্শককে লাঞ্ছিত করার অভিযোগ, তদন্ত কমিটি গঠন সোনাতলা উপজেলা কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক চারজন বাংলাদেশী আটক। তীব্র গরমে অতিষ্ঠ উত্তরের জনজীবন বদলগাছীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত।। চাঁপাইনবাবগঞ্জে জেলা জুড়ে পুলিশের অভিযানে আ.লীগের ১৩ জন নেতা কর্মী গ্রেফতার

জোরপূর্বক খাদ্য গুদামে প্রবেশ করে পরিদর্শককে লাঞ্ছিত করার অভিযোগ, তদন্ত কমিটি গঠন

উৎসবের আলো
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

জোরপূর্বক চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্য গুদামে প্রবেশ করে সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক রেশমা ইয়াসমিনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সদর উপজেলা সাবেক খাদ্য নিয়ন্ত্রক জান মোহাম্মদের বিরুদ্ধে। এসময় লাঞ্ছিত করার পাশাপাশি ভয়ভীতি ও হুমকি দেয়ার অভিযোগ করেন রেশমা ইয়াসমিন। এনিয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক বরবার লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

জানা যায়, শুক্রবার (০৯ মে) বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা খাদ্য গুদামে যান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক খাদ্য কর্মকর্তা জান মোহাম্মদ। তিনি সেখানে গেলে আমনুরা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেশমা ইয়াসমিনের সাথে বাক-বিতন্ডা হয়। পরে স্থানীয় বাসিন্দা, শ্রমিক ও খাদ্য গুদামের কর্মচারীরা তাকে আটকে রাখে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ।

আমনুরা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেশমা ইয়াসমিন অভিযোগ করেন, আমনুরা খাদ্য গুদামে ছুটির দিন শুক্রবার বিকেলে পরিদর্শন করতে আসেন জান মোহাম্মদ। অথচ আগের দিন বৃহস্পতিবার বিকেলে সদর খাদ্য নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আতাউর রহমান। যা আমাদেরকে পত্রের মাধ্যমে নিশ্চিত করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। অথচ নতুন কর্মকর্তা যোগদানের পরেও জান মোহাম্মদ অফিস পরিদর্শন করতে চান। এর কারন জানতে চাইলে না তা বলে জোরপূর্বক সংরক্ষিত খাদ্য গুদামে প্রবেশ করেন।
তিনি আরও বলেন, শুধু প্রবেশই করেননি, উল্টো আমাকে নানারকম ভয়ভীতি, হুমকি ও গালিগালাজ করেন তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানায়। পরে তিনি সরেজমিনে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আতাউর রহমান বলেন, গত ০১ মে অফিসের আদেশের প্রেক্ষিতে আমি গত বৃহস্পতিবার (০৮ মে) সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। অথচ পরদিন শুক্রবার জান মোহাম্মদ অফিসের উর্ধ্বতন কর্মকতা বা কর্তৃপক্ষকে না জানিয়ে আমনুরা খাদ্য গুদামে জোরপূর্বক প্রবেশ করে হট্টগোল করেন। যা তিনি করতে পারেন না।
তিনি আরও বলেন, অন্য কেউ দায়িত্ব নেয়ার পর কোন ধরনের পরিদর্শন বা কর্মকান্ডে তার জড়ানোর সুযোগ নেই। তার (জান মোহাম্মদ) বিরুদ্ধে বিভিন্ন সময়ে অফিসের নারী সহকর্মীদেরকে সাথে কেলেংকারী ও লাঞ্ছিত করার অনেক অভিযোগ রয়েছে।
এবিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ জানান, নতুন আরেকজন যোগদান করার পর ছুটির দিনে এমন কোন পরিদর্শনের সুযোগ নেই। এমনকি আমাদেরকেও তিনি বিষয়টি অবহিত করেননি। আমনুরা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নারী সহকর্মীকে লাঞ্ছিত করা ও জোরপূর্বক সংরক্ষিত এলাকায় প্রবেশের বিষয়ে তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, সংরক্ষিত এলাকায় অনাধিকার প্রবেশ করে অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জান মোহাম্মদের বিরুদ্ধে। এনিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া খাদ্য গুদামে প্রবেশ নিষেধ। আইন ভঙ্গ করলে ৩ বছরের জেল ও জরিমানার বিধান রয়েছে বলে জানান তিনি।

তবে সকল অভিযোগ অস্বীকার করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সাবেক খাদ্য নিয়ন্ত্রক জান মোহাম্মদ। তিনি বলেন, কয়েক দিন আগে আমনুরা খাদ্য গুদামের কর্মকর্তা রেশমা ইয়াসমিন একটি মিল থেকে ৩০ হাজার বস্তা কিনে ব্যবহার করছেন। এ বিষয়টি নিয়ে শুক্রবার বিকেলে আমনুরা খাদ্য গুদাম পরিদর্শনে গিয়েছিলাম। পরে সেখানে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।
বদলীর আদেশের বিষয়ে তিনি আরও বলেন, আমার বদলীর আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে একটি রিট করা হয়েছে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান জানান, রাতে উপজেলা খাদ্য কর্মকর্তা ও জেলা খাদ্য কর্মকর্তা একে অপরের বিরুদ্ধে জিডি করতে থানায় আসেন। এরমধ্যে খাদ্য বিভাগের বিভাগীয় কর্মকর্তা দুই কর্মকর্তাকেই জিডি করা থেকে বিরত রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট