থানচি (বান্দরবান) প্রতিনিধি।
বান্দরবানের থানচিতে তিন্দু ইউনিয়নের দুর্গম সীমান্ত এলাকায় এক পাহাড়ী নারী লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকাল অনুমানিক ৪টা সময় উপজেলা তিন্দু ইউনিয়নের দুর্গম সীমান্ত এলাকায় থেকে এক পাহাড়ী নারী লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
সূত্রে গেছে, গতকাল রবিবার উপজেলা তিন্দু ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুংখয় পাড়ার থেকে চিংমা খেয়াং নামে এক নারী সকালে জুম চাষের জন্য পার্শ্ববর্তী পাহাড়ে যায়। পরবর্তীতে দুপুর পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পাড়ার লোকজন তাকে খুঁজে জঙ্গলে যায়। পাহাড়ের খোঁজা খুঁজি একপর্যায়ে লোকজনের জঙ্গলের মধ্যে তাঁর লাশ দেখতে পায়।
ঘটনার পাড়াটা উপজেলা সদর হতে প্রায় ৪০ কিলোমিটার দুরত্ব ও নেটওয়ার্ক বিহীন হওয়াই কি কারনে মারা গেছে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তবে বিশেষ সূত্রে জানা যায় লাশের গায়ে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।
তিন্দু ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুংখয় পাড়ার সুমন খেয়াং স্ত্রী চিংমা খেয়াং (২৮) বলে জানা গেছে।
এই নিয়ে থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার বলেন, দুর্গম পাহাড়ি এক নারী লাশ পাওয়া গেছে বলে জানতে পারছি। দুর্গম ও নেটওয়ার্ক বিহীন হওয়াই বিস্তারিত তথ্য এখনো জানা সম্ভব হয়নি। এই নিয়ে তদন্ত চলছে পরবর্তীতে জানা যাবে।