মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:
অবশেষে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই জাবিনে মুক্তি পেলেন নীলফামারী ১ আসনের সাবেক সংসদ সদস্য নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি, বেগম খালেদা জিয়ার ভাগ্নে, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তার মুক্তিতে নীলফামারী জেলা জুড়ে চলছে বিভিন্ন আনন্দ উল্লাস, এদিকে জলঢাকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম বলেন আজকে আমাদের আন্দোলন সংগ্রাম সার্থক আমরা আল্লাহতালার কাছে আমাদের দোয়া বৃথা যায়নি, আমাদের প্রিয় অভিভাবক, আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা, আল্লাহ তাআলার অশেষ রহমতে জামিনে মুক্তি পেয়েছেন ।এজন্য আমরা জলঢাকা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে মহামান্য হাইকোর্ট বেঞ্চ কে সাধুবাদ জানাই। এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক বলেন যে আল্লাহ তায়ালা অশেষ রহমতে আমাদের দোয়া আল্লাহতালা কবুল করে নিয়েছেন। ভাইকে আমাদের মাঝে যথা সময় ফিরিয়ে দিয়েছেন এজন্য আমরা পৌর বিএনপি’র পক্ষ থেকে ভাইকে অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাই, শুধু তাই নয় জলঢাকা জাতীয়তাবাদী দল সহ, সহযোগী অঙ্গ সংগঠন সবাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জন্য অক্লান্ত পরিশ্রম করে করছেন। আন্দোলন, সংগ্রাম করে তাই আজকে সবার দোয়া ভালোবাসা সার্থক হয়েছে বলে মনে করেন জলঢাকা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি।