নিজস্ব সংবাদদাতা:-
অদ্য ০১/০৫/২০২৫খ্রিঃ তারিখ জনাব মোহাম্মদ শাহ্ আলম পিপিএম-সেবা, অফিসার ইনচার্জ, ফরিদগঞ্জ থানা, চাঁদপুর সার্বিক দিক-নির্দেশনায় এসআই (নিরস্ত্র)/মোঃ আবু তাহের সঙ্গীয় অফিসার ফোর্স ও সেনাবাহিনীর সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন ০৬নং গুপ্টি (পশ্চিম) ইউনিয়নে অভিযান পরিচালনা করে ২৩ (তেইশ) ইয়াবা ট্যাবলেট’সহ আসামীঃ ১। মোঃ জাকির হোসেন প্রঃ জামাই জাকির (৩৮), পিতা-মৃত সিরাজ মিয়া, মাতা-রশিদা বেগম, গ্রামঃ পশ্চিম ভাদুর, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর, এ/পি-পুর্ব লাউতলী (ভুইয়া বাড়ি), ০৬নং গুপ্টি (পশ্চিম) ইউপি, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, ২। জাহাঙ্গীর হোসেন (৪২), পিতা-মৃত বশির উল্যাহ ভুইয়া, মাতা-মৃত আয়েশা আক্তার, গ্রামঃ পূর্ব লাউতলী (ভুইয়া বাড়ি), ০৬নং গুপ্টি (পশ্চিম) ইউপি, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, ৩। মোঃ তারেক হোসেন (২৮), পিতা-মৃত আঃ মালেক প্রঃ সেলিম, মাতা-ফাতেমা আক্তার বকুল, গ্রামঃ নয়নপুর, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর’দের গ্রেফতার করেন।
৩০/০৪/২০২৫ ইং তারিখ শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ, জনাব মোহাম্মদ আবুল বাসার এর দিক-নিদের্শনায় এএসআই (নিঃ)/ মোঃ সাদ্দাম হোসেন, এএসআই (নিঃ) মোঃ আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ পরোয়ানাভূক্ত আসামী আরমান হোসেন, পিতা- মনির হোসেন, সাং- নবাবপুর, সূচীপাড়া উত্তর ইউপি, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে শাহরাস্তি থানাধীন নবাবপুর সাকিনস্থ আসামীর বসত বাড়ী হতে গ্রেফতার করেন।
০১/০৫/২০২৫খ্রিঃ তারিখ জনাব মোঃ সালেহ্ আহাম্মদ, অফিসার ইনচার্জ, মতলব দক্ষিণ থানা, চাঁদপুর এর সার্বিক দিক নিদের্শনায় এএসআই(নিরস্ত্র)/মোঃ আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানাধীন পাঁচঘড়িয়া এলাকায় হতে অভিযান পরিচলনা করে ০৭ (সাত) বছরের সশ্রম কারাদন্ড এবং নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো ০২(দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ খলিল পাটোয়ারী, পিতা-রফিক পাটোয়ারী, গ্রাম- পাঁচঘড়িয়া, থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।