নিজস্ব সংবাদদাতা:-
নাট্য পরিচালক”মোস্তফা সরয়ার ফারুকী” ও অভিনেত্রী”নুসরাত ইমরোজ তিশা” যে পতিত আওয়ামীলীগের দোষর এবং ফ্যাসিস্ট সরকারের দালাল এ বিষয়ে কারো কোন দ্বিমত নেই কিন্তু এরা ২০২৪এর ৫ই আগস্টের পর তারা পেলেন উপদেষ্টা হওয়ার পুরস্কার ঠিক একই রকম আরেক চাটুকার দালাল অভিনেতা – “মোঃ ছিদ্দিকুর রহমান” বেইলি রোডে “পিজা” খেতে গিয়ে বিপ্লবী ছাত্র জনতার হাতে খেলেন গনপিটুনি তিরোস্কার ও জেল হাজতে গিয়ে খেলেন ৭দিনের রিমান্ডে গরম ডিম।
একই দেশে এটা কোন ধরনের আচরণ আমি ঠিক বুঝতে পারছি না.একদিকে ” ফারুকী – তিশা ” পুরস্কারের সাথে গরমের সময় খাবেন এসি’র ঠান্ডা বাতাস আর কোন আইসক্রিম অন্যদিকে “ছিদ্দিক” রাস্তায় গনপিটুনি সাথে রিমান্ডে গরম ডিম, এটা কোন ভাবেই আমার কাছে গ্ৰহনযোগ্য নয়।
আমি ব্যক্তিগতভাবে একই ঘরানার আত্বীয়দের দুই ধরনের আপ্যায়নের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি……… এবং এই ধরনের অন্যান্য যে সব আত্বীয় স্বজন এখন পর্যন্ত দাওয়াতি “ট্রিটমেন্ট” পায়নি তাদেরও খুঁজে খুঁজে উপযুক্ত আপ্যায়নের ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি…….
সম্মানিত দেশবাসী ও প্রিয় বন্ধুরা আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত জানান।