নিজস্ব প্রতিনিধি:
গত ০১/০৪/২০২৫ তারিখ রাত আনুমানিক ২০:২৫ ঘটিকায়* র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১ এর সহযোগীতায় *রাজধানীর মহাখালী এলাকায়* একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নেত্রকোনা জেলার সদর থানার মামলা নং- ১২, তারিখ-১৩/১১/২০০৮ খ্রি., জিআর- ৩৫৬/২০০৮ এর শিক্ষক হত্যা মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী *কাজী মামুন উল আলম* (৪২), পিতা- কাজী তরিকুল আলম, সাং- দেওশী, থানা- আটপাড়া, জেলা- নেত্রকোনা’কে দীর্ঘ ১৩ বছর পলাতক থাকার পর গ্রেফতার করে।
২। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামী সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ ১৩ বছর যাবত নিজের নাম ও পরিচয় গোপন করে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।