ইস্রাফিল খান, গোপালগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে গণ অধিকার পরিষদ থেকে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের দুই নেতা—আবুল বসার ও কাজী রনি।
বুধবার বিকেলে আবুল বসার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঢাকার পল্টনে অবস্থিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক এবং উপজেলার মাঝবাড়ি গ্রামের মৃত ধলা দাড়িয়ার ছেলে। পেশায় স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী।
এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক কাজী রনি। তিনি কোটালীপাড়া উপজেলার কুরপালা গ্রামের মৃত কাজী নজরুল ইসলামের ছেলে এবং ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।
মনোনয়ন সংগ্রহ শেষে আবুল বসার বলেন, “গণ অধিকার পরিষদ হচ্ছে গণমানুষের দল। এ দলে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ঠাঁই নেই। গোপালগঞ্জ-৩ একটি ভিআইপি আসন। বিভিন্ন দলের কর্মকাণ্ড দেখে আমি বিশ্বাস করি এ আসনের মানুষ গণ অধিকার পরিষদকেই বেছে নেবে। দল আমাকে মনোনয়ন দিলে আমি জনগণের আস্থা অর্জনে সর্বোচ্চ চেষ্টা করবো।”
তিনি আরও বলেন, “বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এবং প্রতিহিংসামূলক রাজনীতি বন্ধ করতে আমরা কাজ করছি। কোটালীপাড়ায় ইতোমধ্যে লিফলেট বিতরণসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম নিয়মিত চলছে।”
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে আছেন, অনেকে রয়েছেন কারাগারে। তবে নির্বাচন ঘনিয়ে আসায় আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত কোটালীপাড়ায় এখন সরব হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল। সম্ভাব্য প্রার্থীরাও মাঠে নেমে জনসংযোগ শুরু করেছেন।