মাহবুব নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ সদর উপজেলার ২৮টি মন্দিরে শারদীয় উৎসব উপলক্ষে পরিদর্শন করেছেন সদর-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাসুদ হাসান তুহিন।
বুধবার সন্ধ্যা ৭টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড মোড়ের সন্ধানী মণ্ডপ থেকে এ পরিদর্শন শুরু হয়। এ সময় তিনি বলেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমাদের রাজনীতি বিভেদের নয়, ঐক্যের। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে থেকেছেন। আজকের এই আয়োজন তারই প্রমাণ।
তুহিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে। বিএনপি সবসময় দেশের মানুষের অধিকার ও সম্প্রীতির পক্ষে কাজ করছে।