আইনুল হক পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ,
ঠাকুরগাঁও সদর উপজেলার ৭নং চিলারং ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালাপাড়া এলাকায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আসন্ন সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা চলাকালীন আয়োজিত এক অনুষ্ঠানে নতুন সদস্যরা বিএনপিতে যোগদান করেন। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ তাদের ফুল দিয়ে বরণ করে নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী মলিন চন্দ্র সরকার, ইউপি সদস্য ও সভাপতি, ২নং ওয়ার্ড, ৭নং চিলারং ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল হামিদ, সভাপতি, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ পয়গাম আলী। তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার আজ সনাতন ধর্মাবলম্বীদের এই উল্লেখযোগ্য সংখ্যায় বিএনপিতে যোগদান প্রমাণ করে, দেশের মানুষ আর নির্যাতন, দুর্নীতি ও অবিচার মেনে নিতে চায় না। তিনি আরও বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
জনাব মোঃ আমিনুর রহমান, আহ্বায়ক, ৭নং চিলারং ইউনিয়ন বিএনপি জনাব মোঃ বজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক-১, ৭নং চিলারং ইউনিয়ন বিএনপি জনাব মোঃ জয়নাল আবেদীন রাজা, যুগ্ম আহ্বায়ক, ৭নং চিলারং ইউনিয়ন বিএনপি অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।