ইস্রাফিল খান, গোপালগঞ্জ (জেলা) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন দেয়ালে সাঁটানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের এমপি শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা সম্বলিত রঙিন পোস্টার।
শনিবার সকালে কোটালীপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার দেখা যায়। তবে পুলিশ জানিয়েছে, পোস্টারগুলো ইতোমধ্যে অপসারণ করা হয়েছে।
বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, জেলা ও উপজেলা শহরের ভিন্ন ভিন্ন জায়গায় শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা সম্বলিত পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারের উপরে লেখা ছিল— “বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলার নেতা”। মাঝখানে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এরপর লেখা— “২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আপার ৭৯তম জন্মদিন উপলক্ষে কোটালীপাড়া উপজেলাবাসীর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন”।
পোস্টারের নিচে লেখা ছিল— “কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন”। আরেকটি পোস্টারে লেখা— “শামীম দাড়িয়া, সাধারণ সম্পাদক, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ, সাবেক জিএস কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্র সংসদ”। ধারণা করা হচ্ছে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এসব পোস্টার সাঁটানো হয়।
বিশেষ করে কোটালীপাড়া উপজেলা পরিষদের বাউন্ডারি দেয়াল, পৌরসভার দেয়াল, আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ বিভিন্ন অফিসের দেয়াল এসব পোস্টারে ছেয়ে গেছে। এতে উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পথচারীসহ উৎসুক মানুষ পোস্টারগুলো দেখছিলেন।
কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন আমারদেশকে বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড এখন নিষিদ্ধ। তারা রাতের আধাঁরে গোপনে পোস্টার লাগিয়েছে। সকালে আমরা তা দেখেছি। থানার ওসি সাহেবও বিষয়টি জানিয়েছেন। যদি প্রকাশ্যে কোনো কর্মকাণ্ড করে, আমরা তার প্রতিহত করবো।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ দল, তাদের দলের সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন তারা পালন করতেই পারে বা পোস্টার লাগাতেই পারে। তবে আমাদের ধারণা হলো— রাতের আধাঁরের কোনো কর্মকাণ্ডই ভালো কিছু বহন করে না। নিশ্চয়ই তাদের মধ্যে কোনো দুর্বলতা রয়েছে, তাই তারা রাতের আধাঁরে নেত্রীর জন্মদিনের পোস্টার লাগিয়েছে। রাতের আধাঁরে এমন কর্মকাণ্ড থেকে ভালো কিছু আশা করা যায় না। এটা এক ধরনের গুপ্ত রাজনীতি, যা জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাবো, সাধারণ মানুষ যেন কোনো ক্ষয়ক্ষতি বা হুমকির মুখে না পড়ে, সেদিকে তারা লক্ষ্য রাখে।
পথচারীসহ সাধারণ মানুষ এসব পোস্টার দেখলেও কোনো মন্তব্য করতে রাজি হননি।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, রাতের আধাঁরে কে বা কারা পোস্টারগুলো লাগিয়েছে, তা আমাদের জানা নেই। পোস্টারগুলো অপসারণ করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।