ইস্রাফিল খান, গোপালগঞ্জ (জেলা) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে সচীন ওঝা (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ১০০ শয্যাবিশিষ্ট কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত সচীন ওঝা উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামের গৌরাঙ্গ ওঝার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকালে বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার করছিলেন সচীন ওঝা। সেখানে ভিমরুলের চাক ছিল এটি তার জানা ছিল না। সকাল আনুমানিক ১০টার দিকে কলা বাগান পরিষ্কার করার সময় কিছু বুঝে ওঠার আগেই ভিমরুলের দল তাকে আক্রমণ করে। এ সময় তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ভিমরুলের কামড়ে তার সারা শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবীর আহমেদ জামান জানান, আশঙ্কাজনক অবস্থায় সকাল ১১টার দিকে সচীন ওঝাকে হাসপাতালে ভর্তি করা হয়। বয়স্ক মানুষ হওয়ায় এবং সারা শরীরে ভিমরুলের কামড়ে এলার্জিক রিঅ্যাকশন তৈরি হওয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু ঘটে।