শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ:-
লক্ষ্মীপুরের রামগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাকির হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি অপূর্ব কুমার সাহা, পৌর জামায়াত আমির এডভোকেট হাসান বান্না, নায়েবে আমির মাস্টার আবুল হোসেন,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সমীর রঞ্জন সাহা, উপজেলা সেক্রেটারি ইমরান হোসেন এবং সহকারী সেক্রেটারি মাস্টার ফয়সাল
মতবিনিময়ে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, “অনেকে আমাদের দলীয়ভাবে ট্যাগ করতে চান। কিন্তু আমাদের সুখে-দুঃখে যারা পাশে থাকবে, আমরা তাদের সাথেই থাকব।” তারা আরও উল্লেখ করেন, গত ৫ আগস্টের ঘটনার পর জামায়াত নেতারা তাদের পাশে দাঁড়িয়েছিলেন।
জামায়াত নেতারা অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের সাধারণ মানুষের সাথে মিশতে দেওয়া হয়নি। বিভিন্ন মামলা ও হামলার মাধ্যমে কোণঠাসা করে রাখা হয়েছে।
উপজেলা আমির নাজমুল হাসান পাটোয়ারী বলেন, “আমার বিরুদ্ধে ২৭টি মামলা হয়েছে। সাতবার আমাকে কারাবরণ করতে হয়েছে।”
আগামী দিনে আমরা সকল দলমত ধর্মবর্ণ ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে নিয়ে একটি ঐক্যের ও সম্প্রীতির কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। সেটি আমাদের একার পক্ষে সম্ভব নয়। সেজন্য আমরা সকলের সহযোগিতা চাই।