নিজস্ব সংবাদদাতা:-
নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানার জিমখানা এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত মাদক কারবারি আলম চাঁনসহ মোট ২৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে পুলিশ, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে যৌথ বাহিনী অংশ নেয়।
অভিযানকালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত কুখ্যাত কারবারি আলম চাঁন-কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় আনুমানিক দেড় কেজি গাঁজা, ২৫০ মিলিলিটার বিদেশি মদ, বড় ছোরা ৩টি, স্টিলের চাপাতি ১টি, টেটা ১টি ও লোহার পাইপ ২টি।
আলম চাঁনের বিরুদ্ধে সদর মডেল থানায় ইতোমধ্যে ১০টি মাদক মামলা রয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযানে আরও দুই নারী মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন পারভীন আক্তার (৩৫), স্বামী মো. ফয়সাল, সাং জিমখানা; তার কাছ থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার।
আফরিনা ওরফে হাসি (৫০), স্বামী মো. আলমগীর, সাং জিমখানা; তার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা উদ্ধার।
তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এছাড়াও একই অভিযানে গাঁজা সেবন ও বহনের অভিযোগে আটক ৫ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্তরা হলেন –
1️⃣ মো. ফয়সাল (২১) – সাজা: ১২ দিন
2️⃣ রিফাত (২০) – সাজা: ১২ দিন
3️⃣ জুবায়ের ভূইয়া রানা (৩৬) – সাজা: ২০ দিন
4️⃣ মো. মোস্তফা হোসেন (২৬) – সাজা: ১৪ দিন
5️⃣ অভিনন্দী (৩০) – সাজা: ৭ দিন
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, জিমখানা এলাকাকে মাদকমুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের মাদক সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নেওয়া হবে।
জিমখানা এলাকা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার কেন্দ্রস্থল হিসেবে পরিচিত।
কুখ্যাত আলম চাঁনের গ্রেফতার স্থানীয়দের মধ্যে স্বস্তি এনেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, মূল হোতাদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে তাদেরও গ্রেফতার করা হবে।