ইস্রাফিল খান, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় “মাদকাসক্তি প্রতিরোধ ও প্রযুক্তির অপব্যবহার” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পাখরপাড় বিডি-৩৫৪ এর আয়োজনে প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ-মাদারীপুর এবিসিএস-এর পালক প্রধান রেভা. বিমল রায়ের সভাপতিত্বে বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বৈঠকে বক্তব্য রাখেন—সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাজাহান মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন বল, কাজী মন্টু ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কমল তালুকদার, এবিসিএস গোপালগঞ্জ-মাদারীপুর শাখার সভাপতি গিলবার্ট বিনিময় সরকার, শিশু উন্নয়ন প্রকল্প পাখরপাড়ের ব্যবস্থাপক রনী বাড়ৈ এবং সাংবাদিক কালাম তালুকদার।
বক্তারা বলেন, মাদকাসক্তি সমাজ ও পরিবারের জন্য ভয়াবহ হুমকি। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় মাদক নির্মূল সম্ভব নয়। এজন্য পরিবার, সমাজ ও চিকিৎসা ব্যবস্থাকে একযোগে কাজ করার পাশাপাশি সর্বস্তরে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। একইসঙ্গে মাদকাসক্তদের পুনর্বাসনে উদ্যোগী হতে হবে।
তারা আরও বলেন, ডিজিটাল প্রযুক্তি যেন সঠিকভাবে ব্যবহৃত হয়, সেদিকে সবার সচেতন থাকতে হবে। অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেও সকলে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা