স্টাফ রিপোর্টার, ফরিদপুর:
ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার (আলগী ও হামিরদী) ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর ২ আসন তথা (নগরকান্দা ও সালথা) অন্তর্ভুক্ত করার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি চলার পর দুপুর ১টায় এর সমাপ্তি ঘটে।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, আলগী এবং হামিরদী ইউনিয়নকে পুনরায় ভাঙ্গা উপজেলার সাথে সংযুক্ত করতে হবে। চেয়ারম্যান সহ সকলকে মুক্তি দিতে হবে। এছাড়া নিরহ নিরপরাধ জনগণের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
আন্দোলনকারীরা আরও জানান, আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার গেজেট কোনোভাবেই তারা মানবে না। আলগী ও হামিরদী ইউনিয়ন ভাঙ্গাতেই থাকবে। এর জন্য আমাদের যতদিন প্রয়োজন, ততদিন আমরা রাস্তায় থাকব।
প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনটি ছিল ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত। ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে দেশের ৪৬টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে। ওই গেজেট অনুযায়ী ফরিদপুর জেলার দুটি আসনের সীমানা পুনঃনির্ধারণ করা হয়। এর ফলে, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়।