নিজস্ব সংবাদদাতা:-
অভিযানে দুই কেজি গাঁজা ও ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে এ অভিযান পরিচালনার পর রোববার (১৭ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
আমির (৪১) : সিদ্ধিরগঞ্জের মোরশেদ মিয়ার ছেলে।
মোঃ আনোয়ার হোসেন (৫২) : বন্দর থানার মৃত মোহাম্মদ হাসানের ছেলে।
মোঃ হোসেন (২৫) : সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকার মনির হোসেনের ছেলে।
মোঃ নাসির (৩৬) : সিদ্ধিরগঞ্জ থানার বিহারি ক্যাম্প এলাকার আঃ করিমের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহৎ মাদক সিন্ডিকেটের চিত্র
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত চারজন আলাদা আলাদা এলাকায় সক্রিয় থাকলেও তারা সবাই সিদ্ধিরগঞ্জ ও বন্দরজুড়ে ছড়িয়ে থাকা একটি বৃহৎ মাদক সিন্ডিকেটের সদস্য।
আমির : সিদ্ধিরগঞ্জের আইলপাড়া ও সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এবং চাঁন টাওয়ার এলাকার ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করে।
আনোয়ার হোসেন : বন্দরের পাইকারি চক্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করে।
হোসেন (২৫) : কিশোর গ্যাং ব্যবহার করে খুচরা বিক্রির নেটওয়ার্ক চালায়।
নাসির : আদমজী বিহারি ক্যাম্পকে মাদকের সুরক্ষিত আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে আসছে।
সহযোগীরা – এদের বাইরে আরও কয়েকজন সক্রিয়ভাবে এই সিন্ডিকেটকে সহযোগিতা করছে—
আবু সাইদের ছেলে জসিম ওরফে ছিনতাইকারী জসিম : সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় পাগলা বাড়ি সহ কেলান পাড় এবং সিদ্ধিরগঞ্জ পুল চাঁন টাওয়ার ও আশপাশে ইয়াবা বিক্রির নেতৃত্বে।
কালু মিয়া : দড়ি সোনাকান্দা থেকে গাঁজার বড় চালান আনে।
রবিন : মাদক বিক্রির টাকা সংগ্রহ ও লেনদেনে জড়িত।
প্রশাসনের প্রতি জরুরি আহ্বান
স্থানীয় সচেতন মহল বলছে, কেবল গ্রেপ্তার হওয়া চারজনকে আদালতে পাঠালেই হবে না—তাদের সিন্ডিকেটের মূল হোতা, সহযোগী ও মদদদাতাদেরও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় তারা পুনরায় সক্রিয় হয়ে উঠবে এবং এলাকাজুড়ে মাদকের ভয়ঙ্কর বিস্তার ঘটাবে।
👉 তাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের প্রতি আহ্বান—
অবিলম্বে গ্রেপ্তারকৃতদের সহযোগী ও আশ্রয়দাতাদের শনাক্ত করে ধরতে হবে।
সিদ্ধিরগঞ্জের পুল এলাকায় পাগলা বাড়ি, মেস বাড়ি ভিতর, ফালাইন্না মুন্সির ছেলে রহমানের বাড়িতে সহ কেলান পাড়, মতিন হুজুরের বাড়ির সংলগ্ন এবং সিদ্ধিরগঞ্জ পুল চাঁন টাওয়ার, ইউরো টাওয়ার সামনে সিদ্ধিরগঞ্জ থানার আওয়ামী লীগের দোসর মজিবর রহমান বাড়ির আশেপাশের চিপা চাপা গল্লী সহ, হানিফ ভান্ডারি বাড়ির গল্লী গুলো সহ এবং আদমজী আইলপাড়া, বিহারি ক্যাম্প, দড়ি সোনাকান্দা ও আশপাশে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।
মাদকের অর্থনৈতিক ও রাজনৈতিক মদদদাতাদেরও আইনের আওতায় আনতে হবে।