নিজস্ব প্রতিনিধি:-
দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রকার প্রতারনা করে অনেক অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পলাতক রয়েছে মোঃ রাহাত আলম
মোঃ রাহাত আলমের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাইমচরে অবস্থিত তার বাবার নাম মনু মিয়া মেজি। প্রতারক রাহাত আলম চিটাগাং রোড কাশ সাপ শপিং সেন্টার এর নিচতলায় একটি দোকান ভাড়া নিয়ে চালাতেন তার শ্বশুরবাড়ি বন্দর থানায়। তার শ্বশুরের নাম মাজেদ হাজী, তার সম্বন্ধীর নাম রাসেল , এলাকার মানুষের কাছথেকে লক্ষধিক টাকা হাতিয়ে সে সু কৌশলে চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে পালিয়ে চলে যান দীর্ঘদিন খোঁজ না পেয়ে জানা গেছে তিনি সৌদি আরব পালিয়ে গেছে।
ভুক্তভোগীরা উপায়ন্তর না পেয়ে তারা স্থানীয় সাংবাদিকদের দ্বারস্ত হয়। পরে সাংবাদিকরা ঘটনা স্থলে গেলে ভুক্তভোগীদের মধ্যে কয়েকজন সাংবাদিকদের নিকট তাদের বক্তব্য তুলে ধরেন। আঁটি গ্রাম নিবাসী এক ভুক্তভোগী মোঃ দেলোয়ার হোসেনের এর কাছ থেকে (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা হাতিয়ে নিয়ে চলে যান।
এছাড়াও এলাকার অনেকের কাছ থেকে আরও টাকা হাতিয়ে নেয় নানা কৌশলে ।
প্রতারক রাহাত আলমের গ্রামে বাড়ীতে খোঁজ নিয়ে জানা যায় সে সেখানেও যায়নি।শোনা গেছে সম্প্রতি তিনি সৌদি আরবের উদ্দেশ্যে পারি জমিয়েছেন ভুক্তভোগীরা প্রতারক রাহাত আলমকে খুজেবের করতে এবং তাকে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন এবং স্থানীয় সাংবাদিকদের সহযোগীতা চেয়েছেন। এদিকে প্রতারক সোহেলের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যায় ওনাকে খুঁজে পাওয়া গেলে এই নাম্বারে যোগাযোগ করবেন। +880 1817-108203,।