নিজস্ব সংবাদদাতা:-
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে মাদকের শেকড় উপড়ে ফেলতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ শান্ত গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
বুধবার (১৩ আগস্ট) ভোরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় প্রাণ বল্লব মিষ্টির দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহনূর আলম জানান, শান্তকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ৫০ পুরিয়া হেরোইন (৫ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
পুলিশের ভাষ্যমতে, শান্ত শুধু একজন খুচরা বিক্রেতা নয়— সে সিদ্ধিরগঞ্জের একটি বড় মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য।
বড় সিন্ডিকেটের সম্ভাব্য সদস্যদের তালিকা (স্থানীয় সূত্র ও পুলিশ তথ্য অনুযায়ী)
1. জসিম ওরফে ছিনতাইকারী জসিম — সিদ্ধিরগঞ্জ পুল চান টাওয়ার ও চান্দুর বাড়ির গলির নিয়ন্ত্রক
2. সালাম — জসিমের সহযোগী, মালামাল সরবরাহকারী
3. রাজু — ফেনসিডিল ও ইয়াবার বড় আরৎদার, নারায়ণগঞ্জ সদর ও শিল্পাঞ্চলে সরবরাহ
4. হানিফ ভান্ডারীর বাড়ি-সংলগ্ন গলির নেটওয়ার্ক — গোপন গুদাম ও ডেলিভারি পয়েন্ট
5. মজিবর রহমানের দোসর গ্রুপ — রাজনৈতিক প্রভাব ব্যবহার করে পুলিশি নজরদারি এড়ানো
6. লামিয়া আক্তার — নারী কারবারি, বিশেষ করে গাঁজা সরবরাহ চক্রে যুক্ত
7. অজ্ঞাত তিনজন ডেলিভারি ম্যান — মোটরসাইকেলে দ্রুত ডেলিভারি, সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ Siddhirganj police station Narayanganj RAB 11, Narayanganj জেলা পুলিশ, নারায়ণগঞ্জ District Police, Narayanganj পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলাফেরা
কার্যপদ্ধতি
গোপন গুদাম: স্থানীয় গলিতে ভাড়া বাসা ব্যবহার করে মাদক মজুদ রাখা হয়
খুচরা সরবরাহ: কিশোর ও যুবকদের দিয়ে ফুটপাত, দোকানের সামনে, ও চায়ের দোকানে খুচরা বিক্রি
মোটরসাইকেল ডেলিভারি: বড় ক্রেতাদের কাছে দ্রুত সরবরাহ
রাজনৈতিক ছত্রছায়া: প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে আইনের হাত এড়ানো
প্রতিদিন রাতের ডিলিং: রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত সক্রিয় বিক্রি
মোবাইল ও হোয়াটসঅ্যাপ অর্ডার: কোড ভাষায় যোগাযোগ, সরাসরি টাকা হাতে লেনদেন এড়ানো
যৌথবাহিনীর অভিযান এখন খুবই জরুরি
স্থানীয় সচেতন মহল ও মাদকবিরোধী সংগঠনগুলো মনে করে— শুধুমাত্র থানার একক অভিযানে এই নেটওয়ার্ক ধরা যাবে না।
নারায়ণগঞ্জ জেলা র্যাব-১১, জেলা ডিবি ও থানার যৌথ অভিযান ছাড়া বড় সিন্ডিকেটের মূল হোতাদের গ্রেপ্তার অসম্ভব। Bangladesh Army Bangladesh Police মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর
শান্তের গ্রেপ্তার বড় চক্রের দরজা খুলে দিয়েছে, এখনই সমন্বিত অভিযান চালালে পুরো নেটওয়ার্ক ধরা সম্ভব।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত শান্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।