গাইবান্ধা প্রতিনিধি, মাহমুদুল হাবিব রিপন
গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ১৫ লিটার কোডিন মিশ্রিত ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৯ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে সাদুল্লাপুর উপজেলার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন,নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল গ্রামের মোঃ হৃদয় মিয়া (৩১), তার খালাতো ভাই মোঃ রাজিব হোসেন (২৯) ও মামাতো বোন মোছাঃ সুমি আক্তার (৩০)। তারা তিনজনেই অপু ক্ল্যাসিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৩-২৭৩৩) যাত্রী ছিলেন এবং কোনো টিকিট ছিল না।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম মহাসড়কে অবস্থান নিয়ে বাসটিকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় আসামিদের কাছে থাকা নীল রঙের কাপড়ের ব্যাগ ও কালো স্কুলব্যাগ থেকে মোট ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ১৫ লিটার ফেনসিডিলের বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।
ঘটনাস্থলেই আসামিদের গ্রেফতার ও আলামত জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পারস্পরিক সহযোগিতায় ফেনসিডিলের অবৈধ ব্যবসা করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ধারায় সাদুল্লাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জেলা কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে এবং মামলার তদন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয় পরিচালনা করবে।