মোঃ সারোয়ার হোসেন অপু
বিশেষ প্রতিনিধি, নওগাঁঃ
আজ সেই দিন, একটি দীর্ঘ অন্ধকার জীবন থেকে বাংলাদেশের জনগণের মুক্তি পাওয়ার দিন। ৩৬ জুলাই বলবো কিনা ৫ আগষ্ট বলবো, নাকি ফ্যাসিবাদী, দালাল মুক্ত দিন বলবো। যে ভাবেই বলিনা কেন, আজ কিন্তু স্বাধীনতার দিন।
এভাবেই আবেগ জড়িত কন্ঠে কথা গুলো বলছিলেন,বিজয় র্যালিতে আসা সাধারণ জনগণ।
৫ আগষ্ট মঙ্গলবার বেলা ১১ টায় সারা দেশের ন্যায় বদলগাছী উপজেলা বি এন পির আয়োজনে এক বিশাল র্যালী ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
বি এন পি ও তাঁর অংগ সংগঠনের অংশগ্রহণে কর্মসূচির নেতৃত্ব ও বক্তব্য রাখেন, উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি ও বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক দল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
আরো বক্তব্য রাখেন, আব্দুল হাদী চৌধুরী টিপু, সাঃ সম্পাদক উপজেলা বি এন পি ও তাঁর অংগ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তা গন জনগনের মুক্তির দূত জুলাই আন্দোলনের শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, যাদের রক্তে বাংলার মাটি রঞ্জিত হয়েছে, তাদের স্বপ্ন বাস্তবে পরিণত করায় আমাদের লক্ষ। দেশ নায়ক তারেক জিয়া’র ৩১ দফা বাস্তবায়ন হলে জুলাই যুদ্ধ আমাদের সার্থক হবে।
ফ্যাসিবাদি হাসিনা বিদেশের মাটিতে বসে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে, বাংলার মাটিতে আর যেন কখনো ফ্যাসিবাদিরা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে।
ছাত্র জনতার আন্দোলনে স্বাধীনতা আমাদের নতুন বাংলাদেশ গড়ার পথ দেখিয়েছে।
আগামীর নতুন বাংলাদেশ শহিদ জিয়ার আদর্শে তারেক জিয়া’র নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।