ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় "পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (SEDP)" এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃ নুরুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো আব্দুল আওয়াল । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজারামপুর হামিদুর উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সফি উদ্দিন।
চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট ড. মোঃ এমরান হোসেন বহরম ঘোড়াপাখিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জেলা গবেষনা কর্মকতা মোঃ মেসবাহউদ্দিন অভিভাবক প্রতিনিধি আরিফ উদ্দিন।
শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন নিশাত আনজুম (চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা) ও মনোয়ার হোসেন রাজারামপুর হামিদুর উচ্চ বিদ্যালয়।
পুরো অনুষ্ঠানে মোট ৩৮ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ক্রেস্ট পারফরমেন্স ভিত্তিক পুরস্কার প্রদান করা হয়। অংশগ্রহণকারী বক্তারা শিক্ষার মানোন্নয়নে এধরনের উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।