কেরানীগঞ্জ প্রতিনিধি:
আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবিলা করছে দেশের বিভিন্ন থানার পুলিশ সদস্যরা। এ অবস্থায় কলাতিয়া পুলিশ ফাঁড়ি সাম্প্রতিক সময়ে যে সাহসী ও কার্যকর পদক্ষেপ নিয়েছে, তা শুধু এলাকাবাসীর আস্থা অর্জনই নয়, বরং একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) **মোঃ নিরু মিয়ার নেতৃত্বে** ফাঁড়িটি সম্প্রতি এক ঝুঁকিপূর্ণ অভিযানে প্রায় **৫২ মন বিস্ফোরক দ্রব্য উদ্ধার** করে ব্যাপক সাড়া ফেলেছে। এমন বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করে প্রমাণ হয়েছে— এই ফাঁড়ির টিম সাহসিকতা, পেশাদারিত্ব ও দক্ষতার দিক থেকে সেরা উদাহরণ।
শুধু বিস্ফোরক উদ্ধার নয়, মাদকবিরোধী যুদ্ধে কলাতিয়া পুলিশ ফাঁড়ির সক্রিয় ভূমিকা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। **বিদেশি মদ, অবৈধ ভাটি ও নেশাজাত দ্রব্য ধ্বংস করে এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়তে বিশেষ ভূমিকা রাখছে পুলিশ।**
এছাড়াও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার, ছিনতাই প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে কলাতিয়া পুলিশ ফাঁড়ি দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিয়েছে। **দিন কিংবা রাতের যেকোনো সময়ে ইনচার্জ নিরু মিয়া নিজে মাঠে নেমে টহল কার্যক্রম তদারকি করেন, যা এলাকাবাসীর নিরাপত্তার বড় ভরসা হয়ে উঠেছে।**
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন দেশের কিছু এলাকায় প্রশ্ন ওঠে, তখন কলাতিয়া পুলিশ ফাঁড়ি প্রমাণ করছে— **সততা, সাহস এবং সঠিক নেতৃত্ব থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।**
এলাকাবাসীর মতে, কলাতিয়া ফাঁড়ির সাফল্য কেরানীগঞ্জের আইনশৃঙ্খলা ব্যবস্থায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে এটি দেশের অন্যান্য পুলিশ ফাঁড়ির জন্যও একটি **আদর্শ মডেল** হয়ে দাঁড়াবে।