শরিফুল ইসলাম ভূঁইয়া,রামগঞ্জ
লক্ষ্মীপুর রামগঞ্জে মরহুম আরাফাত রহমান কোকো যুব ক্রীড়া সংসদ এর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকাল ৩টায় রামগঞ্জ পৌরসভার আওতাধীন জিয়া অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে মরহুম আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ হারুন রশিদ, সদস্য সচিব, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ, রামগঞ্জ শাখা।
সভাপতিত্ব করেন মোঃ হাফিজ আহমেদ, আহবায়ক, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ, রামগঞ্জ শাখা
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন পলাশ, যুগ্ম আহবায়ক , রামগঞ্জ পৌর বিএনপি।
অনুষ্ঠানে বক্তারা আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের শান্তি কামনায়ও দোয়া করা হয়।
এ আলোচনা অনুষ্ঠানে সাবেক উপজেলা যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন পলাশকে রামগঞ্জ পৌর বিএনপি যুগ্ন আহবায়ক নির্বাচিত করায় রামগঞ্জ আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ ফুলের গালিছা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাহাঙ্গদের বিভিন্ন ওয়ার্ড , ইউনিয়ন, পৌর নেতাকর্মীরা।
উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ এর আহবায়ক, যুগ্ন আহবায়ক ও সদস্যবৃন্দরা ও ও বিভিন্ন ওয়ার্ডে নির্বাচিত সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতাকর্মীরা।
গিয়াস উদ্দিন পলাশ বলেন, আমরা অচিরেই রামগঞ্জে পুরনো ঐতিহ্য হাডুডু থেকে শুরু করে সকল খেলার আয়োজন করব
এমনকি বিদেশি কিছু খেলাও আমাদের রামগঞ্জে চালু করব।
তিনি আরো বলেন, আমরা রামগঞ্জ সরকারি কলেজে একটি শর্ট ক্রিকেট টুর্নামেন্ট ঘোষণা করছি
স্পন্সর হবে ফাল্গুনী থাই অ্যান্ড অ্যাসেস সেন্টার,
রামগঞ্জে নয়টি ইউনিয়ন এবং পৌরসভা নয়টি ওয়ার্ড অংশ নিবে
আরাফাত রহমান কোকো যুব ক্রীড়া সংসদ এর মাধ্যমে