নিজস্ব সংবাদদাতা::
গত ২২/০৬/২০১৯ তারিখে ভিকটিম (৩৭) সহিত আসামী মো: জাকারিয়া আহম্মদ তাপাদার ওরফে রাজন (৩৪) এর রেজিষ্ট্রি কাবিন মূলে বিবাহ হয়।* আসামী জাকারিয়া বিভিন্ন জায়গায় প্রতারণা করতে থাকলে ভিকটিম এর প্রতিবাদ জানালে এবং ভালো হয়ে যাওয়ার অনুরোধ করলে আসামী জাকারিয়া’সহ অপারাপর আসামীগণ *বিভিন্ন সময় ভিকটিমের নিকট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা যৌতুক দাবী করে।* ভিকটিম যৌতুক দিতে অসম্মতি জানালে *গত ১৮/০৪/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৩.৩০ ঘটিকায়* ভিকটিমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। ভিকটিম নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় এজাহার দায়ের করলে মামলা নং- ২০, তারিখ- ১০/০৫/২০২৫ খ্রি., ধারা- ১১(গ)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) রুজু হয়। বর্ণিত মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রাপ্ত অধিযাচন পত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
২। এরই ধারাবাহিকতায় *গত ১৩/০৬/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৯:০০ ঘটিকায়* র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৯ এর সহযোগীতায় *এসএমপি, সিলেট এর এয়ারপোর্ট থানাধীন বাইশটিলা পর্যটন কেন্দ্রের নৌকা ঘাট এলাকায়* অভিযান পরিচালনা করে উল্লেখিত মামলার এজাহারনামীয় আসামী *মো: জাকারিয়া আহম্মদ তাপাদার ওরফে রাজন (৩৪),* পিতা- মৃত আব্দুস সবুর তাপাদার, সাং- কসকনকপুর, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট’কে গ্রেফতার করে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভুয়া ডিবি পুলিশ পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও প্রতারণাসহ নারায়ণগঞ্জ ও সিলেটে ৩ টি মামলা রয়েছে।
৩। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।