1. mosarofjss1@gmail.com : দৈনিক জনতার খবর ২৪ : দৈনিক জনতার খবর ২৪
  2. info@www.dainikjanotarkhabor24.online : দৈনিক জনতার খবর ২৪ :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের সোর্স পরিচয় সীমান্তর জমজমাট মাদক ব্যবসা কোটালীপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদের খবরে শতাধিক দোকানপাট সরিয়ে নিলো ব্যবসায়ীরা রাজশাহীতে মাদক স্পট থেকে ৩০ লাখ টাকা মাসোহারা নেন ডিএনসির রায়হান **গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে তিন যুবক আটক** থানচিতে বিজিবি ব্যবস্থাপনায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন। দীর্ঘদিন যানজট অসহায় ও সাধারণ মানুষের ভোগান্তি ‎ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ইন-হাউস প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত থানচি উপজেলায় থেকে এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ উত্তীর্ণ হয়ে, সর্বোচ্চ স্থান অধিকারী লিহো খুমী। “অভিনন্দন” লিমা খুমী (লিহো) (এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৭৮ গ্রেড ‘A’) নাগেশ্বরী নারায়নপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন ইউ এন ও চাঁপাইনবাবগঞ্জে পারফরমেন্স ভিত্তিক কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

*রাজধানীর কদমতলী এলাকায় আত্মহত্যা প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামী ইবান (৩০) যাত্রাবাড়ীতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।*

উৎসবের আলো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:-

রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুর এলাকায় বসবাসকারী ভিকটিম (২০) এর সাথে ২০২২ সালে আসামী মো: ইবান হাসান (৩০) এর সহিত বিবাহ হয়। বিয়ের পর থেকেই আসামী ইবান ভিকটিমকে সাংসারিক নানা অজুহাতে শারীরিক ও মানসিক অত্যাচার করতে থাকে এবং বিভিন্ন সময় ভিকটিমকে মরে যা বলে অপমান করে। *গত ১৮/০৩/২০২৫ তারিখে বিকাল অনুমান ১৭.০০ ঘটিকায়* আসামী ইবান ভিকটিমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মিথ্যা অপবাদ দিয়ে তুই মরে যা মর্মে বিভিন্ন ঘৃণামূলক কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। একপর্যায়ে ভিকটিম অপমান সহ্য করতে না পেরে *আসামী ইবানের প্ররোচনায় একই তারিখ রাত আনুমানিক ২০.৩০ ঘটিকায় ছারপোকার ঔষুধ পান করে।* ভিকটিমের মা তার মেয়ের মুখ হইতে গন্ধ পেয়ে শোর চিৎকার করিলে আশপাশের লোকজন এসে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে উল্লেখিত হাসপাতালে ভিকটিম চিকিৎসাধীন *অবস্থায় রাত ০০.৩০ ঘটিকায় মৃত্যুবরণ করে।* উক্ত ঘটনায় ডিসিস্টের মা বাদী হয়ে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় আসামী ইবানের বিরুদ্ধে একটি আত্মহত্যার প্ররোচনা মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩০, তারিখ-২৫/০৩/২০২৫ খ্রিঃ, ধারা- ৩০৬ পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে আসামী ইবান আত্মগোপনে চলে যায়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা আত্মহত্যা প্ররোচনায় জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

২। এরই ধারাবাহিকতায় *গতকাল ১১/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ১৯.৪০ ঘটিকায়* র‌্যাব-১০ একটি আভিযানিক দল গোয়ান্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় *ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন আমাতুন নূর মহিলা মাদ্রাসা এলাকায়* একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে এই আত্মহত্যা প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামী *মোঃ ইবান হাসান (৩০),* পিতা- সালেহ আহমেদ, সাং- ধোলাইপাড়, থানা- যাত্রাবাড়ী, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট