মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী, জলঢাকা উপজেলার ৯ নং কাঁঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী ও দোয়া প্রার্থী হালিমুর রহমান (ভানু) তিনি কাঁঠালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের কাছে। এ বিষয়ে তার নির্বাচনী এলাকায় চলছে ভোটারদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে, সকলের একটাই চাওয়া হালিমুর রহমান (ভানু) চেয়ারম্যান হলে এলাকার উন্নয়ন সম্ভব কেননা বিগত সময়ের চেয়ারম্যানগন গ্ৰামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ শ্রমজীবী মানুষের কথায় কর্নপাত করে তাদের মতামতের প্রতিফলন বাস্তবায়ন করেননি। এমনটাই দাবি করেছেন কাঁঠালী ইউনিয়নের জনগণ, এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম, ঘুরে দেখা যায় হালিমুর রহমান (ভানুর) জনপ্রিয়তা রয়েছে অনেক। এলাকার জনগণদের সাথে কথা হলে তারা বলেন, এবারের জন্য সবাই আমরা ঠিক করছি আগামী ইউপি নির্বাচনে হালিমুর রহমান (ভানু) কে ভোট দিয়ে জয়যুক্ত করমো। কারণ হালিমুর রহমান (ভানু) সে দিল দরিয়া এবং উদার মনের মানুষ, এরকম ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে আমাদের এলাকাসহ সবাই উপকৃত হব।এ বিষয়ে দোয়া প্রার্থী হালিমুর রহমান (ভানু) বলেছেন আমার নির্বাচনী এলাকা কাঁঠালী ইউনিয়নের জনগণ যদি আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করে তাহলে আমি সমস্ত কাঁঠালী ইউনিয়নের জনগণ কে সাথে নিয়ে আগামীতে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।কে ধনী কে গরীব তোয়াক্কা না করে সকলের মতামত প্রকাশ সুযোগ করে দিবো সব বিষয়ে সবার মতামত নিয়ে কাজ করব ইনশাআল্লাহ।সকলকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যাবলী বয়স্ক ভাতা, বিধবা ভাতা, টিয়ার কাবিখা প্রকল্পের কাজ বাস্তবায়ন করবো। তিনি আরও বলেন ইউনিয়নের সকল গ্ৰামের কাঁচা রাস্তা পাকা করে দেওয়া হবে। পরিশেষে বলেন আমাকে যদি জনগণ ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আমি একটি মডেল ইউনিয়ন পরিষদ উপহার দিবো কাঁঠালী ইউনিয়নবাসীদের।