1. mosarofjss1@gmail.com : দৈনিক জনতার খবর ২৪ : দৈনিক জনতার খবর ২৪
  2. info@www.dainikjanotarkhabor24.online : দৈনিক জনতার খবর ২৪ :
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো ৩ দিন ব্যাপী কৃষক অপারেটর ও ডিলারদের প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে ‘বন গবেষণা ইনিস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি’ বিষয়ক কর্মশালা *নারায়ণগঞ্জের পাগলা বাজার হতে ০১ টি তাজা কার্তুজ, ০১ টি দেশীয় পিস্তল ও ৪৭ পিস ইয়াবা র‌্যাব-১০ কর্তৃক উদ্ধার এবং ০৩ জন গ্রেফতার।* নারায়নগন্জ উপজেলায় পশুর হাটের সিডিউল নিয়ে মনির নামের একজনকে মারধরের অভিযোগ সোহেল গ্যং এর বিরুদ্ধে জলঢাকায় কৃষি মেলার শুভ উদ্বোধন ২০২৫ অনুষ্ঠিত। বদলগাছীতে অনুষ্ঠিত হলো কৃষিভিত্তিক প্রোগ্রাম পার্টনার কংগ্রেস প্রকল্প সভা।  কিশোরগঞ্জে বট গাছে ঝুলন্ত ব্যক্তির লাশ উদ্ধার **রাজধানীর বেইলি রোড এলাকায় ০৩ টি কষ্টিপাথরের মূর্তিসহ বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার ও র‌্যাব-১০ কর্তৃক ০৪ জন আটক।** জামালপুর সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে ১২কেজি গাঁজা, বাংলা মদ ও দেশী-বিদেশী অস্ত্রসহ ৫ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক দের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান।

**রাজধানীর বেইলি রোড এলাকায় ০৩ টি কষ্টিপাথরের মূর্তিসহ বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার ও র‌্যাব-১০ কর্তৃক ০৪ জন আটক।**

উৎসবের আলো
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:-

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। খুন, ধর্ষণ, নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সচেষ্ট রয়েছে। এছাড়াও র‌্যাব বিভিন্ন সময়ে প্রত্নতত্ত্ব পাচার ও মাদকদ্রব্য বিস্তার রোধ করতঃ প্রত্নতত্ত্ব ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ জানতে পারে যে, কতিপয় চোরাকারবারী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে কস্টিপাথর ও বিদেশী মদসহ বড় বড় চালান নিয়ে এসে তাদের সুবিধাজনক স্থানে মজুদ করে রেখেছে। এ বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

৩। *এরই ধারাবাহিকতায় অদ্য ২৭ মে, ২০২৫ তারিখ বিকাল অনুমান ১৫:১০ ঘটিকায়* উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে /রাজধানী ঢাকার বেইলি রোডস্থ বেইলি হাইটস এর চতুর্থ তলার একটি ফ্ল্যাটে/ অভিযান পরিচালনা করে/ আনুমানিক ৩৪,০০,০০,০০০/- (চৌত্রিশ কোটি) টাকা মূল্যমানের ০৩ টি কষ্টিপাথরের মূর্তি* ও *আনুমানিক ৪০,০০,০০০/- (চল্লিশ লক্ষ) টাকা মূল্যমানের ১১০ (একশত দশ) বোতল বিদেশী ব্র্যান্ডের মদসহ* ব্যবসায়ী চক্রকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তাদের নাম *১। মোহাম্মদ জাকির হোসেন (৬৫),* পিতা- শাহারুজ্জামান, গ্রাম- জয়নগর, থানা- দৌলতখান, জেলা- ভোলা, *২। আহমদ মোস্তফা (৪৪),* পিতা- নজরুল ইসলাম, থানা- রংপুর সদর, জেলা- রংপুর, *৩। মোঃ আনারুল হক (৪৮),* পিতা- আব্দুল আজিজ, গ্রাম- চট্টি, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহ, ও *৪। মোঃ হাবিবুর রহমান (৪২),* পিতা- মোঃ রহিম, গ্রাম- কমলাপুর, থানা- কালকিনি, জেলা- মাদারীপুর বলে জানা যায়।

*৪। উদ্ধারকৃত ০৩ টি কষ্টিপাথরের মূর্তিগুলির মধ্যে একটির ওজন ৮৮.৯৫০ কেজি ও উচ্চতায় ৪২.৫ ইঞ্চি এবং অন্যটির ওজন ১৯.৬৫০ কেজি ও উচ্চতায় ২৬.৫ ইঞ্চি। প্রত্যক্ষদর্শীদের ধারণা মতে কষ্টি পাথরের মূর্তি দুইটি বিষ্ণুদেবের বলে জানা যায়। উদ্ধারকৃত অপর একটি মূর্তির ওজন ৯২.৬৯০ কেজি ও উচ্চতায় ২২.৫ ইঞ্চি। প্রত্যক্ষদর্শীদের ধারণা মতে কষ্টি পাথরের মূর্তিটি গরুর বলে জানা যায়। তবে উদ্ধার করা মূর্তিগুলি প্রাথমিকভাবে রাজেন্দ্রপুর বাজারের স্বর্ণকার দিয়ে পরীক্ষা করে কষ্টিপাথরের মূল্যবান মূর্তি বলে শনাক্ত করা হয়েছে।*

৫। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীগণ পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন এলাকা হতে অবৈধভাবে কষ্টিপাথরের মুর্তি ও বিদেশী মদসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে পাচার করত। মূলত তারা স্বল্প সময়ে অধিক অর্থ উপার্জনের উদ্দেশ্যে এই ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলে বলে জানা যায়।

৬। এই মূর্তিগুলো শুধু প্রাচীন শিল্পকলার নিদর্শনই নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়ও বহন করে। শত শত বছর আগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বহনকারী এই কষ্টিপাথরের মূর্তিগুলো আমাদের অতীত সভ্যতা, ধর্মীয় বিশ্বাস এবং শিল্পবোধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এদের সংরক্ষণ কেবল একটি প্রশাসনিক কর্তব্য নয়, এটি জাতির প্রতি একটি নৈতিক দায়বদ্ধতা। আমরা চাই এসব ঐতিহাসিক নিদর্শনগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হোক, যাতে সাধারণ দর্শক, গবেষক এবং ভবিষ্যৎ প্রজন্ম এগুলো থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিতে পারে। মূর্তিগুলো জাদুঘরে সংরক্ষণের ফলে সাধারণ জনগণ দেখার সুযোগ পাবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ইতিহাস ও সংস্কৃতির চেতনা জাগ্রত হবে।

৭। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট