আল আমিন হাসান ,
মঙ্গলবার সকালে উপজেলার পোগলদিঘা কান্দারপাড়া ও পিংনা বাজার এলাকা থেকে এদের কে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন – পোগলদিঘা কান্দারপাড়া গ্রামের মৃত সুমন শেখের ছেলে চাঁন মিয়া ও মৃত মোঃ গাজী রহমানের ছেলে মোঃ ফরহাদ হোসেন, পিংনা বাজার এলাকার মোঃ শুভ মিয়ার ছেলে মোঃ তনু তালুকদার,মোঃ অন্তর তালুকদার ও মোঃ মিজানুর রহমানের ছেলে নাঈমুর রহমান।
অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আর্মির গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলা পোগলদিঘা ও কান্দারপাড়া এবং পিংনা বাজার এলাকায় ২৬ বীর- এর বিএ-১১৩১৮ ক্যাপ্টেন অর্ণব কবির পাপন এর নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান পরিচালনা করেন। এসময় তাদের দেহসহ ঘরবাড়ি তল্লাশি করে ১২ কেজি গাঁজা,২ লিটার বাংলা মদ, ৯টি লাইটার,১টি দেশীয় চাপাতি, ১টি চাইনিজ রিং ও ৪টি ইন্ডিয়ান মদের খালী বোতল জব্দসহ উদ্ধার করা হয়েছে।
সেনা অভিযান শেষে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এস আই আনোয়ার হোসেন ও এস আই আলমগীর হোসেন এর কাছে উদ্ধারকৃত সামগ্রী ও সরঞ্জামাদি হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ২৬ বীর- এর বিএ-১১৩১৮ ক্যাপ্টেন অর্ণব কবির পাপন বলেন, আর্মির গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মোঃ চাঁন মিয়া, মোঃ ফরহাদ হোসেন ,মোঃ অন্তর মিয়া, মোঃ নাঈমুর রহমান ও তনুর বাড়িতে তল্লাশি করে গাঁজা,মদসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং মাদক কারবারীর সাথে জড়িত থাকার অপরাধে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।