ইস্রাফিল খান,গোপালগঞ্জ (জেলা)প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘তারুণ্যের উৎসব–২০২৫’ উপলক্ষে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর অংশ হিসেবে এই আয়োজন সোমবার (২৭ মে) অনুষ্ঠিত হয় সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট স্কুল মাঠে।
দিনব্যাপী আয়োজনে উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রাণবন্ত অংশগ্রহণ, শিক্ষার্থী ও দর্শকদের উপস্থিতি পুরো মাঠকে উৎসবমুখর করে তোলে।
ভলিবল বিভাগে চ্যাম্পিয়ন হয় পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয় শৌলদহ মশুরিয়া উচ্চ বিদ্যালয়। ব্যাডমিন্টন বিভাগে শৌলদহ মশুরিয়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় রানারআপ হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোটালীপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ। সভাপতিত্ব করেন সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের শিক্ষক হিমাংশু কুমার পান্ডে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের প্রখ্যাত সাবেক ফুটবলার আব্দুল মান্নান মানি, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় ক্রীড়ানুরাগীরা।
স্বাগত বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে, পাশাপাশি তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের অনুপ্রেরণাও পাবে।”
‘এসো দেশ গড়াই, সুস্থতা বদলাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলায় এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রয়েছে, যা তরুণ সমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করছে।