ইস্রাফিল খান , গোপালগঞ্জ(জেলা) প্রতিনিধি
"এসো করি রক্তদান, বাঁচতে পারে হাজার প্রাণ"—এ মানবিক আহ্বানে সাড়া দিয়ে ২৬ মে ২০২৫, সোমবার সকাল ১০টায় কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন মডেল স্কুল (সিকির বাজার) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল এক সেবামূলক আয়োজন—ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পেইন।
আয়োজক ছিলো তরুণদের প্রগতিশীল স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের পথে আগামীর পথচলা ফাউন্ডেশন। ক্যাম্পেইনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এইচ. এম. জসিম উদ্দিন চাঁদ, চেয়ারম্যান, চাঁদের আলো ফাউন্ডেশন।
দিনভর আয়োজনে অংশ নেয় বিভিন্ন বয়সের শতাধিক মানুষ, যারা সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ জেনে নেন। রক্ত পরীক্ষা ছাড়াও স্বেচ্ছাসেবকরা উপস্থিত সবার মাঝে রক্তদানের প্রয়োজনীয়তা ও উপকারিতা নিয়ে সচেতনতামূলক বার্তা দেন।
এইচ. এম. জসিম উদ্দিন চাঁদ বলেন—
“প্রতিটি রক্তদাতা একজন জীবন্ত নায়ক। স্বেচ্ছায় রক্তদান শুধু একজন মানুষ নয়, একটি পরিবারকে বাঁচাতে পারে। মানবিক সমাজ গঠনে আমাদের প্রত্যেককেই এগিয়ে আসতে হবে।”
ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল:
স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ সৃষ্টি
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা
অসহায় পরিবারের পাশে দাঁড়ানো
নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা
দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলা
এই আয়োজনের মাধ্যমে কোটালীপাড়ার শিক্ষার্থী ও তরুণদের মাঝে নতুন করে মানবিক মূল্যবোধের জাগরণ ঘটেছে। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ শুধু সেবামূলকই নয়, তা সমাজ বদলের এক শক্তিশালী হাতিয়ারও।