জাকারিয়া হোসেন
রংপুর ব্যুরো
সারাদেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে পার্বতীপুরে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের তিন নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শনিবার (২৪ মে) রাতভর পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ মামুনের নির্দেশে এসআই সাহেব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে ৫৫০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ একজন মাদক কারবারি ও তিন রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের ৮নং হাবড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুমন বাবু (৩০),
৯নং হামিদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহেল রানা (৪০),
জেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক চাঁদাবাজি,অস্ত্র,হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি মাজেদুর হক শাহ।
তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
অন্যদিকে, শহরের গুলপাড়া মোড়স্থ বাজাজ মোটরস শোরুমের সামনে থেকে ৫৫০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ রাসেল বাবু (২৪) নামের এক যুবককে আটক করা হয়। তিনি উত্তর শালন্দার সর্দার পাড়া গ্রামের আনোয়ার হোসেন টেপরার পুত্র।
তাদের বিরুদ্ধে গত ৪ আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার একটি মামলাও রয়েছে।
গ্রেফতারকৃতদের রবিবার (২৫ মে) বিকাল ৩টায় দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।