নিজস্ব সংবাদদাতা:-
ঢাকা, শুক্রবার, ২৩ মে,২০২৫ খ্রী: দেশে যে সকল সাংবাদিকদের বিভিন্ন সরকার আমলে বিনা অপরাধে অযথা হয়রানি করা হচ্ছে তাদেরকে কোরবানী ঈদের আগে কারামুক্তি করুন। দেশে শত শত সাংবাদিক গত ৮-১০ মাস ধরে কারাবন্দী, কেউবা গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। তদন্তে দোষী প্রমানিত হওয়ার আগে কোনো সাংবাদিককে গ্রেফতার না করতে রাষ্ট্রের নিকট দাবি করা হয়েছে। হয়রানির শিকার এ সকল সাংবাদিকদের অনেকের ঘরে চুলোয় হাড়ি জ্বলছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে দৈনিক মাতৃজগত পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষীকি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।
তিনি বলেন, দিনে এক বেলা খেতে পারেনা এমন সাংবাদিকদের সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে। পেশার তাগিদে সাংবাদিকরা যেকোন ধরনের আয়োজনে সংবাদ সংগ্রহে যাবেন৷ সংবাদ সংগ্রহে নিষিদ্ধ পল্লীতেও যাবেন, তাই বলে তারা খদ্দের বলতে নেই। তেমনি পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন রাজনৈতিক দলের আয়োজনে গেছেন বলে কারো দোসর হতে পারে না। দোসর সাজিয়ে অযথা সাংবাদিক হয়রানির মাত্রা বাড়ছে, এভাবে চলতে পারেনা।
মামলা-হামলার শিকার সাংবাদিকদের ছেলে মেয়েদের অর্থের অভাবে পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। দুধের শিশু দুধের কান্না শুনে নিজেকে সামলে রাখা যায় না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে কোনরুপ পুলিশি হয়রানি না করতে নির্দেশনা দেবার দাবি করা হয়েছে।
দৈনিক মাতৃজগত সম্পাদক খান সেলিম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ট্রাফিক পুলিশের মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদৌস, দৈনিক পাঞ্জেরির নির্বাহী সম্পাদক তালুকদার রুমি, মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমন, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জুলাই এক্টিভিস্ট ফোরামের কেন্দ্রীয় সম্পাদক শিরিন চৌধুরী, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ড. আব্দুল্লাহ আল মামুন, দৈনিক জন জাগরণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম প্রমূখ।
সন্ধ্যার পরে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।