বিশেষ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সাইনবোর্ড চাঁদনী রেস্টুরেন্টে বিপরীতে শান্তি ধারা,ফতুল্লায় রোড্স এন্ড হাইওয়ের জায়গায় শহিদুল টিটুর হাট বসানোর পায়তারা। প্রচারণার জন্য মসজিদের ছাদে বসানো হয়েছে টাওয়ার।অদ্ভুত এই পরিকল্পনা দেখে এলাকাবাসীর বাঁধা। এলাকাবাসী জানায় ” বিগত সময় গুলোতে এখানে জেড় পূর্বক হাট বসানো হত, এতে আমার ভোগান্তির শেষ নেই, গেছে বছর একজন মারা গিয়েছিলো হাটের জন্য লাশটিও আমরা বের করতে পারছিলাম না পরে বাধ্য হয়ে পিছন দিয়ে বের করতে হয়েছে। এটা তো হাটের জায়গা না এটা আমাদের চলাচলের জায়গা। তাহলে এখানে হাট বসিয়ে সাধারণ মানুষকে ভোগান্তি করার কি আছে? আবার মসজিদের মতো একটি পবিত্র স্থানে হাটের প্রচারণার জন্য টাওয়ার বসিয়েছে, তাহলে আওয়ামিলীগ আর বিএনপির মধ্যে পার্থক্য কি হলো? সবাই শুদু সাধারণ মানুষের উপরে জুলুম করে। এলাকাবাসী আরো বলেন অচিরেই এই হাট এখান থেকে সরিয়ে না দিলে আমরা অনত্র ব্যবস্থা নিবো। হাটের জন্য বরাদ্দ অনেক জায়গা রয়েছে সেখানে না গিয়ে সাধারণ মানুষের চলাচলের জায়গায় হাট বসিয়ে, জনগনের ভোগান্তি করার পায়তারা করছে তারা। এখনো হাটের কোনো নাম গন্ধও নেই শুদু মাত্র ক্ষমতার অপব্যবহার করে শহিদুল্লা টিটু হাটের জন্য জায়গাটি দখল করেছে বলে জানায় স্থানীয় বাসী।এখানে হাট যেনো না হয় এর জন্য সকল এলাকাবাসীর দাবি বিষয়টি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সুদিষ্টি আকর্ষণ করা।