নিজস্ব সংবাদদাতা:-
সাণ্ডা একটা বৈচিত্র্যময় সরিসৃপ প্রাণী হলেও স্থানীয় ভাবে এর রয়েছে আরেক অর্থ।
স্থানীয় ভাবে সাণ্ডা বলতে আরো বুঝা যায় গুন্ডা, ‘ সেয়ানা ‘ টপ দালাল শ্রেণী, ইভটিজার, বখাটে, রাস্তায় উচ্ছৃঙ্খল ও উচ্ছিষ্ট সৃষ্টিকারি, সমাজের টাউট , এমন একটা শ্রেণী যাদেরকে উপরে উপরে সমীহ দেখানো হয় কিন্তু ভিতরে ভিতরে অবজ্ঞায় রাখা হয়। ভালোবাসা দিতে বা দেখাতে বাধ্য, কিন্তু ভালোবাসা যায়না তাদের সাণ্ডামীর কারণে।
প্রাণীটির একটা সুনামও রয়েছে বাদশাহি মহলে, এই সুনামটি ছড়িয়েছে পথে, বাজারে, হাটে ঘাটে ঔষধ বিক্রি করা ক্যাম্বাসারেরা । তারা সান্ডার তেলকে যৌন বর্ধক ঔষধ হিসেবে বিক্রি করে থাকেন। প্রবিণদের গিরাঘাট্টার ব্যাথা, কোমর ধরার মালিশের জন্য কিংবা বাত ব্যাথার উপশমেও এরা এই সাণ্ডার তেল পথেঘাটে বিক্রি করে থাকে। যদিও ঔষধের নামে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই।
মানুষের সাধ বৈচিত্র্যময়, তারা সবসময় আর মানুষে থাকতে চায়না। হালের সাণ্ডা তার এক প্রমাণ।
ছবিতে ভেসে উঠেছে দেশীয় সান্ডা ভাবনা। নিশ্চিয় তা প্রাণী সাণ্ডা নয়, এটি সেই জনশ্রুতি সাণ্ডা