মোঃ সারোয়ার হোসেন অপু
বিশেষ প্রতিনিধি,(নওগাঁ)
নওগাঁর বদলগাছী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিঠু (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মে) দুপুরে জয়পুরহাট-বদলগাছী সড়কের দুর্গাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠু বদলগাছী উপজেলার কোমারপুর উত্তরপাড়া গ্রামের মোঃ আলাল উদ্দিনের মেঝ ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মিঠু মোটরসাইকেলযোগে বদলগাছী থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। দুর্গাদহ এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।