মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:
তীব্র গরমে অতিষ্ঠ উত্তরের জনজীবন, বিপদগ্রস্ত খেটে খাওয়া মানুষরা। যারা এক দিন রোজগার না করলে ঘরে খাবার আসে না, ঠিক যেন গরমের উচ্চ তাপমাত্রা বিপদগ্রস্ত তাদের জীবন। গত পাঁচ দিন ধরে চলছে উত্তরের জেলা নীলফামারী সহ বেশ কিছু উপজেলায় প্রচন্ড গরম এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। চতুরদিকেই কেমন জানি হাহাকার পড়ে আছে, মরুভূমির ন্যায়। ঘরের বাইরে যেতে পারতেছে না খেটে খাওয়া সাধারণ মানুষ ও চাষীরা।
এবং দিনের মধ্যে আবার বিদ্যুতের কমতি, ঠিকমতো বিদ্যুৎ সরবরাহ নাই বলতেই চলে। কিন্তু বিভিন্ন চিত্রে দেখা যায় তীব্র গরমে সাধারণ মানুষরা কেউবা, ঘরের বাইর হয়ে একটুখানী শীতল ঠান্ডা হওয়ার জন্য, স্থান করেছেন বড় গাছের নিচে, বাঁশ বাগানের নিচে, বা ঝড়ঝাঁপের নিচে, একটু স্বস্তির বাতাস পাওয়া যায়, এ আশায়। কিন্তু এজন্য বড় নিষ্ঠুর হয়ে পড়েছে মহান রব। তাই ছোট, ছোট বাচ্চাদের প্রচণ্ড গরমের কারণে ডায়রিয়া সহ বিভিন্ন জনিত রোগ দেখা দিতে পারে বলে মনে করতেছেন সচেতন মহল। ও প্রচন্ড গরমে সচেতন মহলের লোকজন বলতেছেন এই গরমে প্রচুর পরিমাণ ঠান্ডা পানি, লেবুর শরবত, এবং ঠান্ডা স্থানে বাচ্চাদের নিয়ে বসবাস করুন। তীব্র গরমের সবাই শুধু মহান রবের দিকে তাকাই বলেন আল্লাহ আমাদের দিকে তাকাও, এ মাবুদ একটু স্বস্তির বৃষ্টি দাও, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাই, ইয়া কাইয়ুম, একটু আমাদেরকে বাঁচাও আল্লাহ তোমার স্বস্তির বাতাস দাও। তুমি আমাদের রব, তুমি ছাড়া এই পৃথিবীতে আমাদের কেউ নেই, মালিক তুমি রহম করো এই অসহায়দের প্রতি।