ইস্রাফিল খান,গোপালগঞ্জ (জেলা)প্রতিনিধি
চাঁদের আলো ফাউন্ডেশনের উদ্যোগে কোটালীপাড়া উপজেলায় "বেকারত্ব দূরীকরণ শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা" অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৯ই মে) বিকাল ৪টায় পশ্চিমপাড়া ক্যাফে ৭১-এ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভ, তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক এইচ এম জসিম উদ্দিন চাঁদ, এবং বিশিষ্ট সমাজসেবক জিয়াদুল ইসলাম।
সভায় প্রায় অর্ধশতাধিক নারী ও পুরুষ উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন কোটালীপাড়া থানার ইনচার্জ আবুল কালাম আজাদ, মামুন ইসলাম, জসিম উদ্দিন চাঁদ, বোরহানউদ্দিন ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, কোটালীপাড়ার মতো উপজেলায় বেকারত্ব একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যা সমাধানে স্থানীয় উদ্যোগকে উৎসাহ দেওয়া, যুব সমাজকে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষিত করা এবং স্বনির্ভর উদ্যোগ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
তারা আরও বলেন, “শুধু চাকরির পেছনে না ছুটে নিজস্ব উদ্যোগে আয় করার পথ তৈরি করতে হবে। সরকার ও সমাজের যৌথ প্রচেষ্টায়ই বেকারত্ব দূরীকরণ সম্ভব। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে যাতে উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত হয়।”
চাঁদের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান জসিম উদ্দিন চাঁদ কে অংশগ্রহণকারীরা সাধুবাদ জানান এবং নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।
চাঁদের আলো ফাউন্ডেশন কর্তৃক উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক দেওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি হয়