মাহমুদুল হাসান শান্ত, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের টানপাড়া গ্রামে আজ মঙ্গলবার (৬ মে) বিকাল ৫টার দিকে ছাগল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পাগলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি পাঁচ সদস্যের চোর চক্র অটোরিকশাযোগে গ্রামে প্রবেশ করে। তারা রাস্তার পাশে রাখা ছাগল ও বকরির ওপর নজর রাখছিল। স্থানীয়রা বিষয়টি সন্দেহজনক মনে করে ধাওয়া দিলে দুইজন চোরকে ধরে ফেলেন, বাকিরা পালিয়ে যায়।
খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের থানায় নিয়ে যায়।
এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা ভবিষ্যতে পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন।