কাইথাং খুমী থানচি (বান্দরবান) প্রতিনিধি :
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়ার একমাত্র জনপ্রিয় প্রচারমাধ্যম সাপ্তাহিক মাইনী পত্রিকা’র প্রতিনিধি সম্মেলন ও মিলন মেলা সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।
৩ মে, শনিবার বিশ্বের অন্যতম সমুদ্র সৈকত কক্সবাজার কলাতলী হোটেল ঝাউবনে অনুষ্ঠিত হয়।
সাপ্তাহিক মাইনী পত্রিকা’র সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়ার কর্তি সন্তান,বিশিষ্ট ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব এবং ন্যাশনাল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দিন।
সাপ্তাহিক মাইনী পত্রিকা’র সহ-সম্পাদক ও লোহাগাড়া আইডিয়াল স্কুলের সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে গেষ্ট অফ অনার ছিলেন সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক আমার দেশ ও এনটিভির প্রতিনিধি সাংবাদিক শহিদুল ইসলাম বাবর। বক্তরা সাংবাদিকতার গুরুত্ব, সঠিক তথ্য উপস্থাপন এবং দেশ ও জাতির কল্যানে সংবাদ কর্মীদের কাজ করার আহবান জানান। সাতকানিয়া লোহাগাড়াী জনপ্রিয় সাপ্তাহিক মাইনী পত্রিকা’র ছাপানোর মান নিয়ে প্রশংসা করেন এবং উত্তরোত্তর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক মাইনী পত্রিকা’র নিবার্হী সম্পাদক তুষার কান্তি বড়ুয়া, মোহাম্মদ জাহেদুল ইসলাম, সহ সম্পাদক ডাঃ মোহাম্মদ কামাল উদ্দিন, সহ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, প্রতিনিধি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, দেলোয়ার হোসেন, মোহাম্মদ বেলাল উদ্দিন ও কাই থাং খুমী প্রমুখ।
অনুষ্ঠানে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে প্রধান অতিথি আলহাজ্ব মঈন উদ্দিন ও সাংবাদিক শহিদুল ইসলাম বাবরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও সেরা প্রতিনিধি হিসেবে মোহাম্মদ আব্বাস উদ্দিন ও জাহাঙ্গীর আলম তালুকদারকেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।