নিজস্ব প্রতিনিধি:-
অদ্য ০৩/০৫/২০২৫খ্রিঃ তারিখ জনাব মোহাম্মদ শাহ্ আলম পিপিএম-সেবা, অফিসার ইনচার্জ, ফরিদগঞ্জ থানা, চাঁদপুর এর সার্বিক দিক-নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/ মোঃ আরিফুর রহমান সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স এবং যৌথবাহিনীর সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন গোবিন্দপুর সাকিনের নোয়া গাজী বাড়ীতে অভিযান পরিচালনা করে ০৫কেজি গাঁজা উদ্ধার পূর্বক আসামী ১। মোঃ জাকির হোসেন প্রঃ বুলেট (২৫), পিতা-মোঃ আবদুল খালেক, মাতা-মাজেদা বেগম, সাং-চরকুমিরা (পাটওয়ারী বাড়ি), ০৯নং ওয়ার্ড, এ/পি-কাছিয়ারা (গাজী বাড়ি), পৌরসভা, ০৮নং ওয়ার্ড, ২। মোঃ শাকিল হোসেন (২২), পিতা-শাহ আলম প্রঃ শাকু, মাতা-তাসলিমা বেগম, গ্রামঃ গোবিন্দপুর (নোয়া গাজী বাড়ি), থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরদ্বয়কে গ্রেফতার করেন।
অদ্য ০৩/০৫/২০২৫খ্রিঃ তারিখ ফরিদগঞ্জ থানায় কর্মরত এএসআই (নিঃ)/ মোঃ সামছুল আলম সঙ্গীয় ফোর্সসহ হর্নি দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামী ০১। সাহানাজ বেগম, পিতা-আবুল বাসার, সাং-হর্নি মৃধা বাড়ী, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর এবং এএসআই (নিঃ)/ জাকির হোসাইন সঙ্গীয় ফোর্সসহ রূপসা এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামী ০২। মোঃ আরিফুল ইসলাম (আরিফ), পিতা-মোঃ মানিক পাঠান, সাং-রূপসা, থানা- ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর এবং অত্র থানায় কর্মরত এএসআই(নিঃ)/ শাকিল রানা সঙ্গীয় ফোর্সসহ হর্নি দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামী ০৩। মোঃ হাবিব উল্যা পাটোয়ারী, পিতা- রৌশন আলী পাটোয়ারী, সাং-হর্নি দূর্গাপুর, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরদের গ্রেফতার করেন।
অদ্য ০৩/০৫/২০২৫ তারিখ শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ, জনাব মোহাম্মদ আবুল বাসার, পিপিএম(বার) এর দিক-নিদের্শনায় এএসআই (নিঃ)/মোঃ শহীদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ পরোয়ানাভূক্ত আসামী ছাবিকুন নাহার, পিতা- বাবুল ইসলাম, সাং-পাথৈর(মোল্লা বাড়ী), পোঃ খিলা বাজার, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর এবং পরোয়ানাভূক্ত আসামী শাহিদা বেগম, স্বামী-শাহাজান ভূইয়া, সাং-শোরশাক(উত্তর ঈদ গাঁ বাড়ী), পোঃ শোরশাক ৩৬২০, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরদ্বয়কে করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।