নিজস্ব প্রতিনিধি:-
অদ্য ০৩/০৫/২০২৫ তারিখ আনুমানিক ১৫.২০ ঘটিকায়* র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় *রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড় এলাকায়* একটি অভিযান পরিচালনা করে *রাজবাড়ী জেলার বিশেষ ট্রাইবুনাল মামলা নং- ৩৪/১৯, ধারা- 19A(f) The Arms Act, 1878* এর *১৭ (সতেরো) বছরের সাজা* পরোয়ানাভুক্ত *আসামী মোঃ আব্দুর রহিম সরদার (৩৫),* পিতা- মো: জাহাঙ্গীর জাহান সরদার, সাং- খানখানাপুর, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।