রামগঞ্জ প্রতিনিধি:শরিফুল ইসলাম
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ আবুল বাশার পুলিশ সপ্তাহ ২০২৫-এ দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের মাননীয় মহাপরিদর্শক (আইজি) জনাব বাহারুল আলম, বিপিএম স্যারের নিকট থেকে “আইজি ব্যাজ” গ্রহণ করেন।
এই গর্বিত অর্জনের জন্য রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জনাব আবুল বাশারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। জামায়াত নেতৃবৃন্দ তাঁর পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতাকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেছেন।
এমন অর্জন রামগঞ্জবাসীর জন্য এক গর্বের বিষয় এবং জননিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনীর ভূমিকার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।