নিজস্ব প্রতিনিধি:-
আজ ১লা মে, মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব, নওগাঁ সদর উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে সংগঠনটির সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান।
উল্লেখযোগ্য বিষয় হলো, তীব্র রোদে কর্মরত শ্রমজীবী মানুষদের কথা মাথায় রেখে প্রেস ক্লাবের সদস্যরা শ্রমিকদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানির বোতল বিতরণ করেন। এ সময় সাংবাদিক ও সংগঠনের সদস্যরা বলেন, “শ্রমিকদের শ্রমে আমাদের অর্থনীতি সচল থাকে, তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ উন্নয়নের ওপর জোর দেন। পাশাপাশি শ্রমজীবী মানুষের প্রতি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলার গণমাধ্যমকর্মী ও সুধীজনেরা।