1. mosarofjss1@gmail.com : দৈনিক জনতার খবর ২৪ : দৈনিক জনতার খবর ২৪
  2. info@www.dainikjanotarkhabor24.online : দৈনিক জনতার খবর ২৪ :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা মহানগর উত্তরের জনতার মেয়র তাবিদ আউয়াল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন গণমানুষের নেতা আশরাফ হোসেন আলিম। মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি শামীম খান (৩০)’কে মুন্সীগঞ্জের শ্রীনগর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গোপালগঞ্জ-৩ আসনে গণ অধিকার পরিষদের দুই প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান কাঁঠালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হালিমুর রহমান ভানু কোটালীপাড়ায় খালে ভেসে উঠল যুবকের লাশ নগরীর বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন জননেতা এস এম আসলাম কোটালীপাড়ায় ইউএনওর উপহারে নতুন ঘরে অসহায় সোনাবানের খুশির অশ্রু নওগাঁয় ২৮টি মন্দির পরিদর্শন করলেন বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন সার নীতিমালা বহাল রাখার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএফএ’র সংবাদ সম্মেলন গঙ্গাচড়ায় জামিনে মুক্তি পেল সাংবাদিক আব্দুর রাজ্জাক,  ওসির বিরুদ্ধে পদক্ষেপ গৃহীত না হওয়ায় সাংবাদিক সমাজের ক্ষোভ । 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এলাকা থেকে বিপুল পরিমাণ ককটেল _ পেট্রোল বোমা উদ্ধার

উৎসবের আলো
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

মোঃ তুহিন (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি )

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে সীমান্তে ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি। মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির চকপাড়া বিওপি’র সদস্যরা টহল দেওয়ার সময় এসব  বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করে।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন সদরে এক সংবাদ সম্মেলন অত্র ব্যাটালিয়নের অধিনায়ক,  লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এসব তথ্য জানান।
তিনি বলেন,  ২৪ এপ্রিল  আনুমানিক দুপুর ২টার  সময় ৫৯ বিজিবি’র অধীনস্থ চকপাড়া বিওপির দায়িত্বপূর্ন এলাকার অজ্ঞাত স্থান দিয়ে অবৈধ বিস্ফোরক দ্রব্যাদি সীমান্ত এলাকা ব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহী শহর অভিমুখে পরিবহন হওয়ার সম্ভাবনা রয়েছে মর্মে গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির চকপাড়া বিওপির, সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রম ও টহল তৎপরতা বৃদ্ধি করে। সেই প্রেক্ষাপটে চকপাড়া বিওপি’র নায়েক মোঃ মাজেদুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৪ হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান পরিচালনাকালে গাড়ীর জন্য অপেক্ষারত ০২জন ব্যক্তি বিজিবি টহল দলকে দেখামাত্রই তাদের নিকটে থাকা ০২টি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায়। অতঃপর বিজিবি’র টহল দল ক্যারেট দুটি তল্লাশী করে লাল টেপ দিয়ে মোড়ানো ৯৯ টি ককটেল এবং কাচের বোতল দিয়ে তৈরি করা ৪০ টি পেট্রোল বোমা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত দ্রব্যাদি’র বিষয়ে জিডি করে শিবগঞ্জ থানায় জমা করা হবে।
তিনি আরও বলেন, সীমান্তে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক জাতীয় দ্রব্যাদির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং দেশের সাধারণ জনগণের জানমাল রক্ষার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। ভবিষ্যতে সীমান্ত এলাকা ব্যবহার করে যাতে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্যাদি দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে এবং দুষ্কৃতকারীরা অপতৎপরতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে বিজিবি সর্বদা সীমান্তে সজাগ থাকবে বিজিবি ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট