1. mosarofjss1@gmail.com : দৈনিক জনতার খবর ২৪ : দৈনিক জনতার খবর ২৪
  2. info@www.dainikjanotarkhabor24.online : দৈনিক জনতার খবর ২৪ :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা মহানগর উত্তরের জনতার মেয়র তাবিদ আউয়াল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন গণমানুষের নেতা আশরাফ হোসেন আলিম। মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি শামীম খান (৩০)’কে মুন্সীগঞ্জের শ্রীনগর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গোপালগঞ্জ-৩ আসনে গণ অধিকার পরিষদের দুই প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান কাঁঠালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হালিমুর রহমান ভানু কোটালীপাড়ায় খালে ভেসে উঠল যুবকের লাশ নগরীর বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন জননেতা এস এম আসলাম কোটালীপাড়ায় ইউএনওর উপহারে নতুন ঘরে অসহায় সোনাবানের খুশির অশ্রু নওগাঁয় ২৮টি মন্দির পরিদর্শন করলেন বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন সার নীতিমালা বহাল রাখার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএফএ’র সংবাদ সম্মেলন গঙ্গাচড়ায় জামিনে মুক্তি পেল সাংবাদিক আব্দুর রাজ্জাক,  ওসির বিরুদ্ধে পদক্ষেপ গৃহীত না হওয়ায় সাংবাদিক সমাজের ক্ষোভ । 

বৌদ্ধ ধর্মালম্বীদের মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাইয়ের অন্যতম উৎসব সম্পন্ন।

উৎসবের আলো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ

বৌদ্ধ ধর্মালম্বীদের মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাইয়ের অন্যতম উৎসব হচ্ছে রিলং পোয়েঃ। যা এক অপরকে মৈত্রীময় পানি ছিটিয়ে পুরোনো দিনের গ্লানি মুছে নতুন দিনকে বরণ করা হয়। “সাংগ্রাই” পোয়েঃ এর উৎসবমুখর পরিবেশে মৈত্রী পানি ছিটিয়ে মেতে উঠেছে বান্দরবানের থানচিতে মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে উপজেলা নির্মিত মিনি ষ্টেডিয়াম মাঠে থানচি উপজেলা মাহা সাংগ্রাই পোয়েঃ উদযাপন কমিটির আয়োজনে “পুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলে, স্ব-জাতির মুক্তির দিশা তরুণদের কোলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংগ্রাইয়ের অন্যতম উৎসবের রিলং পোয়েঃ অনুষ্ঠানে মৈত্রীময় পানি বিনিময়ে মেতে উঠেন তরুণ-তরুণীদের। সেখানে পাহাড়ি বাঙালির বিভিন্ন সম্প্রদায়, শিশুসহ সকল শ্রেণির পেশার মানুষের অংশ নেন।

রিলং পোয়েঃ উৎসবে যোগ দিয়ে দুপুর থেকে দলে দলে মারমা তরুন-তরুণীরা নির্ধারিত মঞ্চে অবস্থান করেন। সেখানে চারিদিকে মারমা সঙ্গীতের মূর্ছনা, আর নাচ-গানে আনন্দে মেতে উঠে শিশুসহ সবাই। শত শত পাহাড়ী-বাঙালী মৈত্রী পানি বর্ষণে উপভোগ করেছেন। সেখানে মারমা আদিবাসীদের বিভিন্ন শিল্পীগোষ্ঠী গানের নাঁচ পরিবেশন করে উৎসব অঙ্গনকে মাতিয়ে রাখেন তরুণ-তরুণীরা।

পুরাতন বছরকে পেছনে ফেলে আসে নতুন বছর, আর নতুন বছরকে স্বাগত জানাতে রিলং পোয়েঃ মাধ্যমে পাহাড়ের মারমা’রা আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছেন। পাহাড়ের আদিবাসীরা ভিন্ন ভিন্ন নামে বর্ষবরণের এই উৎসব পালন করে থাকে। ত্রিপুরাদের বৈসুর (বৈ), মারমাদের সাংগ্রায়ের (সা) চাকমাদের বিঝুর (বি) থেকে বৈসাবি হলেও বৌদ্ধ ধর্মালম্বীদের মারমারা বর্ষবরণের এই উৎসবকে সাংগ্রাই বলে থাকে।

রিলং পোয়েঃ মাইদেক মৈত্রীয় পানি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে রিলং পোয়েঃ পর্বের শুভ উদ্বোধন করেছেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল, সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ) প্রমুখ। এছাড়াও রেমাক্রী ইউপির চেয়ারম্যান মুইশৈথুই মারমা (রনি), নুমংপ্রু মারমা’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন গ্রাম থেকে তরুণ-তরুণী, শিশুসহ পাহাড়ি বাঙালির বিভিন্ন শ্রেণির পেশা মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট