নিজস্ব প্রতিনিধি:-
গত ২৭/০৩/২০২৫ তারিখ ভিকটিম (১৪) মাদ্রাসা পড়ুয়া ছাত্রী ঈদের ছুটিতে কুমিল্লা জেলার মেঘনা থানাধীন চাচার বাড়ীতে বেড়াতে যায়। *গত ০৯/০৪/২৫ তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় ভিকটিম তার চাচার বাড়ীর সামনের রাস্তার উপর গেলে আসামী আবু বকর সিদ্দিক* (২২)’সহ সঙ্গীয় অপরাপর আসামীদের সহায়তায় জোরপূর্বক তুলে নিয়ে যায়।
২। উক্ত ঘটনায় ভিকটিম (১৪) এর চাচা বাদী হয়ে কুমিল্লা জেলার মেঘনা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত মামলায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদেরকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
৩। এরই ধারাবাহিকতায় *গতকাল ১১/০৪/২০২৫ তারিখ রাত অনুমান ২০.৪০ ঘটিকায়* র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় *রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা এলাকায়* একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুমিল্লা জেলার মেঘনা থানার মামলা নং- ১২, তারিখ- ১২/০৪/২০২৫, ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধনী/২০২০) এর এজাহারনামীয় আসামী *আবু বকর সিদ্দিক (২২),* পিতা- বাচ্চু মোল্লা, সাং- সুতীখালপাড়, ধলপুর, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি ঢাকা‘কে গ্রেফতার করে এবং তার তথ্যমতে ভিকটিম (১৪)’কে উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামী ও ভিকটিম’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।