পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের উপর মটরসাইকেল রাখাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হয়েছেন। ঈদের ছুটিতে বোয়ালিয়া ব্রিজের উপরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিলো। ঈদের পরের দিন ১ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় কপোতাক্ষ নদের উপর বোয়ালিয়া ব্রিজের উপরে মটরসাইকেল পার্কিং করাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে তাদের মধ্যে মারপিটের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনা ঘটেছে।
দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে মারপিটে ঘটনায় গুরুতর আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মারপিটে ঘটনায় গুরুতর আহত হয় দুইপক্ষের ছয় জন। আহতরা হলেন, উপজেলার গদাইপুর ইউনিয়ানের মটবাটি গ্রামের রাশেদ গাজী, চেচুয়া গ্রামের শাহাজান গাজী, বজলু গাজী ও রাড়ুলী ইউনিয়ানের বোরহানপুর গ্রামের মফিজুল মোড়ল, হাসান মোড়ল ও মইনুল মোড়ল। এর মধ্যে রাশেদ গাজীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাছাড়া অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের সংবাদ শুনে পাইকগাছা ক্যাম্পের সেনাবাহিনী ও পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঈদের ছুটিতে পাইকগাছার বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা ঃ পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে পাইকগাছার বিনোদন কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদ আনন্দে ব্রীজগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত জনস্রোতে রুপ নেয় বোয়ালিয়া ব্রিজ এলাকা। পাইকগাছা বিনোদনের তেমন কোন স্পর্ট না থাকায় ব্রীজগুলিই বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে। রাড়ুলী স্যার পিসি রায়ের বসতভিটা ও উপজেলা সদরে মধুমিতা পার্ক নামে একটি পার্ক থাকলেও সেখানে কোন বিনোদনের পরিবেশ না থাকায় কেউ যায় না। এ কারণে পাইকগাছাবাসীর অনেকেই মধুমিতা পার্কের নাম ভুলতে বসেছে। তবে শিববাটি ব্রিজের পাশে বিনদোনের জন্য রয়েছে বিনোদনের এক মাত্র পার্ক ইব্রাহিম গার্ডেন।
পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে পাইকগাছার বিনোদন কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন নিয়ে তারা ভাসছেন ছুটির আমেজে। গরম আর রোদ উপেক্ষা করে পরিবারের ছোট-বড় সবাইকে নিয়ে এখন বিনোদন কেন্দ্রগুলোতে মেতে উঠেছেন ঈদ আনন্দে।
নদীবেষ্টিত পাইকগাছা উপজেলা সদর পার্শ্ববর্তী ইউনিয়নগুলো ৩টি ব্রীজ দ্বারা যোগাযোগ মাধ্যম তৈরী হয়েছে। পূর্বপাশে শিবসা ব্রীজ, দক্ষিণ পাশে শিববাটী ব্রীজ ও পশ্চিম দিকে কপোতাক্ষ নদের উপর বোয়ালিয়া ব্রীজ অবস্থিত। যে কোন উৎসবে এই ব্রীজ ৩টিতে দর্শনার্থিদের বিনোদনের কেন্দ্র হিসাবে পরিণত হয়। পাইকগাছা কপোতাক্ষ নদের উপর বোয়ালিয়া ব্রীজ। ব্রীজ সংলগ্ন বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বিনোদনের জন্য ছোট একটি পার্কের মত জায়গা রয়েছে। অনেকেই সেখানে উৎসবে পিকনিক সহ ছোট অনুষ্ঠান করে থাকে।—
—
কপোতাক্ষ নদে বন্ধু-বান্ধব ও পরিবার পরিজন নিয়ে কেউ কেউ নৌকা ভ্রমনে মেতে ওঠে। এবারের ঈদে বোয়ালিয়া ফার্ম ও বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থিদের উপছে পড়া ভীড় ছিল। রোদ-তাপ উপেক্ষা করেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে কপোতাক্ষ নদের পাড়ে ভিড় জমান। রোদের মাত্রা বেশি থাকায় অন্যান্য স্থান থেকে নদীর পাড়কেই বেশি বেছে নেন বিনোদনপিপাসুরা। দর্শনার্থী সোহানা জানান, পাইকগাছায় বিনোদনের জন্য তেমন কোন পার্ক না থাকায় বোয়ালিয়া ব্রীজ ও ফার্ম এলাকায় ঈদে বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছি। উন্মুক্ত পরিবেশে খুব ভালো লাগছে। ব্রীজে দর্শনার্থিদের ঢল নামায় ব্রীজের উপর ভ্রাম্যমান ছোট ছোট দোকান বসতে দেখা যায়। দর্শনার্থিদের নিরাপত্তার জন্য ব্রীজগুলোতে পুলিশি টহল ব্যবস্থা ছিল।