নিজস্ব প্রতিনিধি:-
জনাব মোহাম্মদ শাহ্ আলম পিপিএম-সেবা, অফিসার ইনচার্জ, ফরিদগঞ্জ থানা, চাঁদপুর ও জনাব রাজীব চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত)দ্বয়ের সার্বিক দিক-নির্দেশনায় এসআই (নিঃ)/মোঃ আমজাদ আলী চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ফরিদগঞ্জ থানাধীন গাজীপুর-পাইকপাড়া চৌরাস্তা এলাকা হতে ৪০(চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী- মোঃ হাচান(৩৩) ,পিতা- হাতেম আলী, মাতা- সুফিয়া, গ্রাম- শাসিয়ালী (দক্ষিণ, বরন্দাজ বাড়ী, ০২নং ওয়ার্ড, ০৭নং পাইকপাড়া উত্তর ইউপি) , থানা- ফরিদগঞ্জ, জেলা –চাঁদপুর’কে গ্রেফতার করেন। এসআই (নিঃ)/মোঃ আরিফুর রহমান সরকার, এসআই(নিঃ)/লিটন চাকমা সঙ্গীয় অফিসারসহ অভিযান পরিচালনা করে অত্র থানাধীন আদশা গ্রাম হতে পরোয়ানাভূক্ত আসামী-০১। বোরহান হুজি(৪০), পিতা-মিজানুর রহমান, সাং-আদশা (হুজি বাড়ি), ০৭নং ওয়ার্ড, ০৬নং গুপ্টি পশ্চিম ইউপি, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, এএসআই (নিঃ)/ মাসুদুল হক সঙ্গীয় অফিসারসহ অভিযান পরিচালনা করে ষোলদানা গ্রাম হতে সাজা পরোয়ানাভূক্ত আসামী-০২। মোঃ শরীফ, পিতা-মৃত অজি উল্যাহ মিজি, সাং-ষোলদানা (ছালামত মেম্বারের বাড়ী), থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর এবং এএসআই (নিঃ)/ মোঃ জাকির হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কাওনিয়া গ্রাম হতে পরোয়ানাভূক্ত আসামী-০৩। মোঃ মোশারফ হোসেন, পিতা-মোঃ মোস্তফা, মাতা-কহিনুর বেগম, সাং-কাওনিয়া (মিস্ত্রি বাড়ী), থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরদের গ্রেফতার করেন।
অদ্য ১১/০৩/২০২৫খ্রিঃ তারিখ জনাব মোঃ আজিজুল ইসলাম, অফিসার ইনচার্জ, কচুয়া থানা, চাঁদপুর এর তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র)/ রুহুল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কচুয়া থানাধীন প্রসন্নকাপ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ইয়াছিন বকাউল(৫২), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-মৃত মঞ্জুমা বেগম, সাং-প্রসন্নকাপ পূর্ব পাড়া(বকাউল বাড়ী), ৫নং ওয়ার্ড, ৫নং সহদেবপুর ইউপি, থানা-কচুয়া, জেলা-চাঁদপুরকে ০৮(আট) পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করেন। এসআই/রুহুল আমিন, এএসআই/জয়নাল আবেদীন, এএসআই/আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানার বিভিন্ন এলাকা হতে গ্রেফতারী অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ১। মোঃ ইমাম হোসেন(৩৪), পিতা-আনোয়ার হোসেন, সাং-নলুয়া, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর, ২। মোঃ দিদার(৪২), পিতা-হাবিব উল্লাহ মাষ্টার, সাং-নলুয়া, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর ৩। মোঃ ইয়াছিন বকাউল(৫২), পিতা-মৃত জযনাল আবেদীন, সাং-প্রসন্নকাপ, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর ৪। মোঃ শরীফ(৩০), পিতা-তাজুল ইসলাম, সাং-দারশা তুলপাই, মাদাগাজী প্রধানীয়া বাড়ী, ৫নং পশ্চিম সহদেবপুর ইউপি, ৩নং ওয়ার্ড, থানা-কচুয়া, জেলা-চাঁদপুরদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।